iOS – আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট

মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে একটা বড় অংশ দখল করে রইছে আইওএস। তাই আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারলে নিজের আইডিয়া নিয়ে সুন্দর একটি আইডিয়াকে প্রয়োগ করার পাশা পাশি রয়েছে জব করার দারুণ সুযোগ। আমাদের দেশের অ্যান্ড্রয়েড ডেভেলপার সহজে পাওয়া গেলেও আইওএস ডেভেলপার সহজে পাওয়া যায় না। আর তাই আইওএস ডেভেলপারদের বিশ্বের পাশা পাশি বাংলাদেশেও অনেক চাহিদা রয়েছে।

 

আইওএস অ্যাপ তৈরি করা সহজ। জানতে হবে সুইফট অথবা অবজেক্টিভ-সি। সুইফট অনেক সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। সুইফট শিখতে চাইলে বাংলায় সুইফট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর লেখাগুলো দেখোতে পারেন।

আইওএস এবং সুইফট নিয়ে নতুন লেখা গুলোঃ

 

 

আইওএস নিয়ে লেখা পুরাতন লেখা গুলো।  

 

আইওএস HTTP এবং RESTful

 

আইওএস লাইব্রেরী এবং অন্যান্য

ক্রসপ্লাটফরম অ্যাপ তৈরি