বাংলায় সুইফট প্রোগ্রামিং

swift-programming-language-cover

সুইফট/Swift হচ্ছে অ্যাপলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপলের চমক বলা যায়। এর আগে রাজত্ব করত অবজেক্টিভ সি। ইতিমধ্যে সুইফট রাজত্ব শুরু করেছে। সুইফট ফাস্ট, মডার্ন, সেইফ এবং ইন্টারঅ্যাকটিভ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিনট্যাক্স খুবি সহজ এবং সুন্দর। এখন শুধু মাত্র ম্যাক ব্যবহারকারীরা সুইফটে কোড লিখতে পারে।

এখানে খুবি ব্যাসিক কিছু লেখা লিখেছি। নিচের লিঙ্ক গুলো থেকে অধ্যায় অনুযায়ী পড়া যাবে। সুইফট নিয়ে কাজ করার জন্য প্রথমে এক্সকোড ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ স্টোরে গিয়ে Xcode সার্চ করে ডাউনলোড করে নেওয়া যাবে। ইন্সটল হয়ে গেলে আমরা আমাদের প্রথম সুইফট প্রোগ্রাম লেখার জন্য প্রস্তুত।

সুইফট ওপেনসোর্স। উইন্ডোজ এবং লিনাক্সেও রান করা যাবে। উইন্ডোজ এবং লিনাক্সের জন্য সুইফট ডাউনলোড করে নেওয়া যাবে এই লিঙ্ক থেকেঃ https://www.swift.org/download/

 

Xcode ওপেন করলে নিচের মত করে দেখাবে।

 

এখান থেকে Create a new Xcode project এ ক্লিক করতে হবে।

 

এরপর Swift Playgrounds App সিলেক্ট করে Next এ ক্লিক করতে হবে। পরের উইন্ডোতে অ্যাপের একটা নাম দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে।

এরপর প্রজেক্ট কোথায় সেভ করব, তা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করলে প্রজেক্ট তৈরি হবে।

 

 

 

 

নিচের দিকের প্লে বাটনে ক্লিক করলে ফাইলটি রান হবে। ডান দিকে আউটপুট দেখাবে। এইতো। ওয়েলকাম টু সুইফট!