অ্যালগরিদম নিয়ে লেখা গুলো

অ্যালগরিদম হচ্ছে কোন একটি কাজ বা কোন একটা সমস্যা সমাধান করার ধাপ গুলো। তা কম্পিউটার রিলেটেড সমস্যা হোক বা বাস্তব রিলেটেড সমস্যা হোক। আমরা যে কাজই করি, মূলত একটা না একটা অ্যালগরিদম ফলো করি।  যেমন রান্না করার রেসিপিও কিন্তু একটা অ্যালগরিদম। যেমন দুইটা সংখ্যা যোগ করার অ্যালগরিদম হবে এমনঃ

  • দুইটা নাম্বার ইনপুট নেওয়া
  • নাম্বার দুইটা যোগ করা
  • যোগফল দেখানো।

অ্যালগরিদম অনেকটা ফ্লো চার্টের মত।  আমরা যে সফটওয়ারই ব্যবহার করি না কেন, তা হোক কম্পিউটার, মোবাইল বা টিভি ইত্যাদিতে ব্যবহৃত  সফটওয়ার গুলোর  ব্লু প্রিন্ট হচ্ছে এই অ্যালগোরিদম। অ্যালগরিদম ভালো ভাবে বুঝলে সমস্যা সমাধান করা সহজ হয়।  একজন ভালো প্রোগ্রামার হওয়া যায়। এই ব্লগে অ্যালগরিদম নিয়ে লেখা গুলোঃ

 

 

গ্রাফ থিওরি রিলেটেড অ্যালগরিম গুলোঃ