প্রায় অ্যাপেই আমাদের ওয়েব থেকে বিভিন্ন ডেটা লোড করতে হয়। আইওএসে আমরা সহজেই https মানে সিকিউর url থেকে ডেটা রিড বা রাইট করতে পারি। কিন্তু নন সিকিউর বা http url থেকে কোন ডেটা লোড করতে চাইলে আমাদের App Transport Security Settings পরিবর্তন করতে হবে। তার জন্য xCode এ প্রজেক্ট এক্সপ্লোরার থেকে প্রজেক্টের ইনফোতে যাবো।
তারপর Bundle Identifier এর + বাটনে ক্লিক করব। সেখানে App Transport লিখলেই App Transport Security Settings সিলেক্ট করতে পারবো। App Transport Security Settings এর + বাটনে ক্লিক করে আমরা Allow Arbitrary Loads সিলেক্ট করব। এবং প্যারামিটার হিসেবে Yes সিলেক্ট করব। বুঝতে অসুবিধে হলে নিচের GIF ইমেজটি দেখতে পারি।
এবার আমাদের অ্যাপ থেকে নন সিকিউর url থেকেও ডেটা লোড করতে পারব।