Gemini CLI ইন্সটল এবং ব্যবহার

জেমেনি কমান্ডলাইন ব্যবহার করতে হলে কম্পিউটারে Node.js ইন্সটল করা থাকতে হবে। এরপর কমান্ডলাইন বা টার্মিনালে গিয়ে নিচের কমান্ড লিখতে হবেঃ

npm install -g @google/gemini-cli

জেমিনির অফিশিয়াল গিটহাব রিপোজিটরিতে বিস্তারিত লেখা রয়েছে। ইন্সটল করার পর প্রথমবার গুগলের সাহায্যে লগিন করতে হবে। এরপর নিচের মত ইন্টারফেস পাবো। এখানে যে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারব।

কোন প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে gemini লিখলে এই ইন্টারফেস ওপেন হবে। এরপর ঐ প্রজেক্ট সম্পর্কে আমরা যে কোন প্রশ্ন জিজ্ঞেস করতে পারব। কোন কিছু ফিক্স করতে বলতে পারব। নতুন ফিচার যোগ করতে বলতে পারব। এটা কত যে ইফেক্টিভ, আমার আপনার কল্পনার বাহিরে।

আমি ইন্টারনেট থেকে একটা ল্যান্ডিং পেইজের ছবি ডাউনলোড করেছি। এরপর একটা ডিরেক্টরিতে ঐটা রেখে জেমিনিকে বলেছি এই ছবিটার মত করে একটা ল্যান্ডিং পেইজ তৈরি করে দিতে। এই হচ্ছে রেজাল্টঃ

যারা কোডিং পারে, তারা খুব সহজেই বাকি কাজ করে ফেলতে পারবে। ফন্ট এবং ইমেজ রিপ্লেস করলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আবার যারা কোডিং পারে না, পরের কমান্ডে ফন্ট সহ অন্যান্য কিছু আপডেট করতে বলতে পারবে। জেমেনি আপডেট করে দিবে। জেমিনি না পারলে অন্যান্য এই এজেন্ট তো আছেই। পাশাপাশি এই লেখাটি পড়তে পারেনঃ AI এজেন্টের এর সাহায্যে যেভাবে প্রজেক্ট ডেভেলপ করা যায়

জেমিনি কমান্ডলাইনে ফ্রিতে প্রতিদিন একহাজার রিকোয়েস্ট করা যাবে। চিন্তা করা যায়? যেখানে অন্যান্য AI এজেন্টে প্রতি মাসে ফ্রি ইউজারদের জন্য লিমিট মাত্র ৫০টা বা এর কাছাকাছি।

খুব দ্রুত সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। AI কে যে যত দ্রুত সুন্দর ভাবে ব্যবহার করতে পারবে, সে তত দ্রুত এগিয়ে যাবে। AI কে দৈনন্দিন কাজে ব্যবহারের বিকল্প নেই।

Leave a Comment