আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা
কোন মেশিন বা প্রোগ্রামের নিজে নিজে কোন সীদ্ধান্ত নিতে পারাটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কোন মেশিন বা প্রোগ্রাম শুধুমাত্র যদি তাকে দেওয়া ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করে, তাকে আমরা বুদ্ধিমান প্রোগ্রাম বলতে পারি না। কোন প্রোগ্রাম বা মেশিনকে তখনি বুদ্ধিমান বলা যাবে, যখন সে পরিপাশ্বের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সীদ্ধান্ত নিতে পারবে। আর কিভাবে একটা বুদ্ধিমান প্রোগ্রাম বা মেশিন তৈরি করা যায়, আমরা তাই শিখি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নামক শাখায়।
এই ব্লগের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে লেখা গুলোর একটা লিস্টঃ
মেশিন লার্নিং শেখার জন্য আইডিই
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা এবং আমাদের অবস্থান
- আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং মেশিন লার্নিং
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সম্ভাবনা
- আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক
মেশিন লার্নিং
- মেশিন লার্নিং এর কিছু টার্ম
- R প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
- মেশিন লার্নিং সম্পর্কে ধারণা
- টেনসর – নিউরাল নেটওয়ার্কের ডেটা রিপ্রেজেন্টেশন
- পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রথম মেশিন লার্নিং প্রোগ্রাম
স্ক্র্যাচ থেকে মেশিন লার্নিং
ডিপ লার্নিং
টেনসরফ্লো
- টেনসরফ্লো / TensorFlow – মেশিন লার্নিং লাইব্রেরী ইন্সটলেশন এবং ব্যবহার
- টেনসরফ্লো ব্যবহার করে নিউরাল নেটওয়ার্ক ট্রেনিং এবং প্রিডিকশন
- টেনসরফ্লো ব্যবহার করে হ্যান্ডরিটেন নাম্বার ক্লাসিফিকেশন
- টেনসরফ্লো ব্যবহার করে ট্রান্সফার লার্নিং
- টেনসরফ্লোতে টেনসর ও এর বিভিন্ন অপারেশন
- টেনসরফ্লো ব্যবহার করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
টেনসরফ্লো লাইট
ক্যাগেল
কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক
iOS মেশিন লার্নিং
- CoreML মডেল ও এর ব্যবহার – ইমেজ ক্লাসিফিকেশন
- টেনসরফ্লো মডেলকে CoreML এ কনভার্ট করে iOS অ্যাপে ব্যবহার
ডেটা সাইন্স
ডেটা সাইন্স মূলত মেশিন লার্নিং এর একটা সাব ডোমেইন। ডেটা সাইন্সে স্ট্যাটিসটিক্সের পাশাপাশি আপনাকে মেশিন লার্নিং সম্পর্কেও জানতে হয়। নিচের লেখা গুলো থেকে ডেটা সাইন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেনঃ
- ডেটা সাইন্স সম্পর্কে ধারণা
- পাইথন NumPy
- Matplotlib – পাইথন প্লট লাইব্রেরী
- ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য পাইথন পান্ডা
- পান্ডাতে ইন্ডেক্সিং, স্লাইসিং, সর্টিং এবং অন্যান্য
নিজে নিজে ডেটা সাইন্স সম্পর্কে জানতে এই লেখাটি দেখতে পারেন। টপ ইউনিভার্সিটির ফ্রি কোর্স গুলো ঘরে বসেই করতে পারবেন।