আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং মেশিন লার্নিং

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা 

কোন মেশিন বা প্রোগ্রামের নিজে নিজে কোন সীদ্ধান্ত নিতে পারাটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কোন মেশিন বা প্রোগ্রাম শুধুমাত্র যদি তাকে দেওয়া ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করে, তাকে আমরা বুদ্ধিমান প্রোগ্রাম বলতে পারি না। কোন প্রোগ্রাম বা মেশিনকে তখনি বুদ্ধিমান বলা যাবে, যখন সে পরিপাশ্বের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সীদ্ধান্ত নিতে পারবে। আর কিভাবে একটা বুদ্ধিমান প্রোগ্রাম বা মেশিন তৈরি করা যায়, আমরা তাই শিখি  আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নামক শাখায়।

এই ব্লগের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং  মেশিন লার্নিং নিয়ে লেখা গুলোর একটা লিস্টঃ

মেশিন লার্নিং শেখার জন্য আইডিই

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স

মেশিন লার্নিং

স্ক্র্যাচ থেকে মেশিন লার্নিং

ডিপ লার্নিং

টেনসরফ্লো

টেনসরফ্লো লাইট

ক্যাগেল

কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক

 

iOS মেশিন লার্নিং

 

ডেটা সাইন্স

ডেটা সাইন্স মূলত মেশিন লার্নিং এর একটা সাব ডোমেইন। ডেটা সাইন্সে স্ট্যাটিসটিক্সের পাশাপাশি আপনাকে মেশিন লার্নিং সম্পর্কেও জানতে হয়। নিচের লেখা গুলো থেকে ডেটা সাইন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেনঃ

নিজে নিজে ডেটা সাইন্স সম্পর্কে জানতে এই লেখাটি দেখতে পারেন। টপ ইউনিভার্সিটির ফ্রি কোর্স গুলো ঘরে বসেই করতে পারবেন।