ফ্রিতে টপ ইউনিভার্সিটির ডেটা সাইন্স কোর্স

ডেটা সাইন্স শেখার জন্য খুবি গুরুত্বপূর্ণ স্কিল।  সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য বিশ্বের টপ ইউনিভার্সিটি গুলোর মধ্যে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি, স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি, MIT ইত্যাদি। তো এসব ইউনিভার্সিটির অনেক গুলো কোর্স ফ্রিতে সবার জন্য উন্মুক্ত করে রেখেছে। আজকে শেয়ার করব ডেটা সাইন্স রিলেটেড কিছু কোর্স, যেগুলো থেকে আপনি যে কোন ইউভার্সিটি থেকেও ভালো ভাবে ডেটা সাইন্স শিখতে পারবেন।

এই কোর্সের ইন্ট্রাকটর David J. Malan ও Brian Yu। David J. Malan অসাধারণ একজন ইন্সট্রাকটর। CS50 এর কোর্স অনেকেই এর আগে দেখে থাকবেন।

এই কোর্স শেষ করতে পারলে কিভাবে একটা রিকোমেন্ডেশন সিস্টেম তৈরি করা যায়, তা শিখতে পারবেব।

এই কোর্সটা অনেকটা ফাউন্ডেশনের মত কাজ করবে। প্রবলেম সলভিং, নলেজ রিপ্রেজেন্টেশন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের লার্নিং মেথড ইত্যাদি শেখা যাবে।

নন সিএসই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও এই কোর্স করতে পারবে। খুব সহজ ভাবে সাজানো এই কোর্স। ডেটা সাইন্স, মেশিং লার্নিং ও কম্পিউটেশনাল থিংকিং সম্পর্কে জানা যাবে।

ডেটা সাইন্সে ভালো করতে চাইলে খুবি গুরুত্বপূর্ণ একটা কোর্স। সুপারভাইজড লার্নিং কিভাবে কাজ করে, এসব শেখা যাবে।

ডেটা মাইনিং শেখার জন্য অসাধারণ একটা কোর্স।

 

এছাড়া udacity.com এ অনেক গুলো ফ্রি কোর্স রয়েছে। যেগুলো খুব সহজ ভাবে সাজানো। যেমনঃ

এই ব্লগেও কিছু লেখা রয়েছেঃ

ডেটা সাইন্স শিখতে হলে আপনাকে যে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে। পাইথন প্রোগ্রামিং ডেটা সাইন্সের জন্য খুবি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ। পাইথন শিখতে পারেন। আবার কেউ কেউ আর প্রোগ্রামিং নিয়েও কাজ করে। চাইলে তাও শিখে নিতে পারেন। পার্থক্য খুব বেশি না। আর যাদের বেসিক প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া আছে, তারা Data Science সম্পর্কে শেখা শুরু করে দিতে পারেন।

Leave a Reply