অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট

মোবাইল এবং ট্যাব ব্যবহার কারীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড। বেশি ব্যবহার মানেই সুযোগ বেশি। আর এ জন্যই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে সুযোগ বেশি। যেখানে নিজের বুদ্ধিকে কাজে লাগানো যাবে। হতে চাইলে মোবাইল অ্যাপ ডেভেলপার নামে সুন্দর একটি লেখা রয়েছে। সেখান থেকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কেন, কিভাবে ইত্যাদি নিয়ে বিস্তারিত জানা যাবে। মোবাইল অ্যাপ আর্কিটেকচার নিয়ে নিচের লেখাটি দেখতে পারেনঃ

এ ছাড়া দেখতে পারেন ক্যারিয়ার গাইডঃ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট লেখাটি।  নিচের লিস্ট থেকে অ্যান্ড্রয়েড এর বিভিন্ন  বিষয় গুলো জানা যাবে।

android

প্রথমিক বিষয় গুলোঃ

 

লিস্ট ভিউ

অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় আমাদের লিস্ট ভিউ নিয়ে কাজ করতে হতে পারে। লিস্ট ভিউ নিয়ে লেখা গুলোঃ

 

ইন্টারমিডিয়েট টিউটোরিয়াঃ

 

ফায়ারবেজঃ

একটা দারুণ মোবাইল অ্যাপ তৈরি করতে যা যা দরকার, ফায়ারবেস তার সব সুবিধেই দিচ্ছে। যেমন ডেটাবেজ, অ্যানালাইটিক্স, নোটিফিকেশন, ক্লাউড মেসেজিং, মানিটাইজেশন, অথেনটিকেশন সহ অনেক অনেক সার্ভিস। এখান থেকে ফায়ারবেজ সম্পর্কে জানা যাবেঃ

 

ইউটিউব এবং মিডিয়া ঃ 

 

অ্যান্ড্রয়েড এবং ডেটাবেজঃ

অন্যান্য কিছু টিউটোরিয়ালঃ

 

সার্ভার বা HTTP রিকোয়েস্ট (REST, Volly, JSON, XML)

 

এডভান্স টিউটোরিয়ালঃ

ইমেজ প্রসেসিংঃ

অ্যান্ড্রয়েড গেম ডেভেলপমেন্টঃ

ইউনিটি ব্যবহার করে গেম ডেভেলপমেন্টঃ

 

libGDX ব্যবহার করে গেম ডেভেলপমেন্টঃ

 

ইমিউলেটর তৈরি ও অন্যান্যঃ

 

প্লে স্টোরে অ্যাপ পাবলিশ এবং অ্যাপ মানিটাইজেশন করাঃ

বিভিন্ন সমস্যা ও সমাধানঃ

 

সব গুলো প্রজেক্টের সোর্স কোড পাওয়া যাবে গিট রিপোজিটোরিতে। 

1 thought on “অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট”

  1. এই বইটি পেতে চাই।কিভাবে আমি এই বইটি পেতে পারি জানাবেন।আমার এই রকম একটি বই খুবই দরকার।এ রকম একটি বইয়ের ব্যাবস্থা করে দিলে কৃতজ্ঞ থাকব।

    Reply

Leave a Reply