কার্ড ছাড়াও বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভ একাউন্ট খোলার উপায়

অনেকেই গুগল প্লেস্টোরে ডেভেলপার একাউন্ট খুলতে পারে না। কারন ভিসা বা মাস্টারকার্ড নেই। যারা খুলতে পারে, তাদের হয়তো ভিসা বা মাস্টার কার্ড রয়েছে। কিন্তু বাংলাদেশের মাস্টার কার্ড বা ভিসা ডেভিড কার্ড গুলো দিয়ে অনলাইনে ডলারে ট্রানজিকশন করা যায় না।

শুধু মাত্র ক্রেডিট কার্ড / ভিসা বা মাস্টারকার্ড যে কোন ক্রেডিট কার্ড দিয়েই অনলাইনে ডলারে ট্রানজিকশন করা যায়। তাই যাদের নরমাল ডেভিড ভিসা বা মাস্টার কার্ড রয়েছে, তারা একাউন্ট খুলতে পারবেন না।

অনেকেরই পেওনিয়ার কার্ড রয়েছে, পেওনিয়ার মাস্টার কার্ড দিয়েও প্লেস্টোরে ডেভ একাউন্ট খোলা যায়।

যাদের পেওনিয়ার কার্ড ও নেই, তারা কি করবেন?

তাদের জন্যও সুন্দর উয়ায় রয়েছে। neteller সুন্দর একটা সাপোর্ট দিয়ে আসছে। নেটেলার দিয়ে অনলাইনে সুন্দর ভাবে পেমেন্ট করা যায়। ভার্সুয়ালি যে কোন কার্ড, মাস্টার, ভিসা, এমেরিকান এক্সপ্রেস ইত্যাদি কার্ড নেওয়া যাবে। এপ্লাই করলে রিয়েল কার্ড ও ঠিকানায় পাঠিয়ে দেয়। তবে আমাদের সত্যিকারের কার্ড দরকার নেই।

আমরা একটি ভার্সুয়াল কার্ড নিব নেটেলারের কাছ থেকে। তা দিয়েই গুগলের ডেভ একাউন্ট খোলা যাবে।
neteller logo

www.neteller.com/ এ গিয়ে একাউন্ট খুলে নিন। আশা করি বিস্তারিত লিখতে হবে না। তারপর ও যদি সমস্যা হয়, তাহলে এ লিঙ্কে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন।

Secure ID নামে একটা নাম্বার পাবেন, ঐটা কোথাও সেভ করে রাখুন।

ইমেইল ভেরিফিকেশন করে নিন। এরপর একাউন্টে প্রবেশ করুন।

নেটেলারের ভার্সুয়াল কার্ড ওপেন করার জন্য বাম পাশ থেকে Net+ Cards এ ক্লিক করুন।

neteller cards

 

ঐখান থেকে Add a Virtual Card এ ক্লিক করে একটি কার্ড তৈরি করুন। ভিসা বা মাস্টার কার্ড যে কোন কিছু সিলেক্ট করুন। আপনার নাম দিন। তারপর কার্ডের তথ্য গুলো সেভ করে রাখুন। এগুলো দিয়েই আমারা ডেভ একাউন্ট খুলতে পারব। চারটি জিনিস দরকার হবে। এ সব গুলোই আপনি ভার্সুয়াল কার্ড তৈরি করলে পাবেন। যেমনঃ
Cardholder Name: Your Name
Card Name: 5005 9155 5414 1111
CVC: 008
EXP: 2/20

গুগল প্লে স্টোরে পেমেন্ট দেওয়ার সময় এ তথ্য গুলোই আপনার কাছে চাইবে।

এবার প্রশ্ন, কিভাবে নেটেলারে ডলার নিবেন তাই তো?

ফেসবুকে অনেক গুলো Buy & Sell Dollar  গ্রুপ রয়েছে। আপনি যে কোন একটা থেকে হেল্প নিন। দেখবেন অনেকেই Neteller ডলার বিক্রি করবে, আপনি তাদের কারো সাথে যোগাযোগ করুন। বলেন আপনাকে ডলার দিলে আপনি টাকা দিয়ে দিবেন। এরপর আপনার ইমেল দিন। আপনার আইডিতে সাথে সাথেই ডলার চলে আসবে। আর তারপর ই আপনি গুগল ডেভ একাউন্টের জন্য পেমেন্ট করতে পারবেন।

ফেসবুকে Buy & Sell Dollar নামে অনেক গুলো গ্রুপ রয়েছে। অনেকেই আবার প্রতারণার শিকার হচ্ছে। তাই সথাসম্ভব পতারণা থেকে নিজেকে সতর্ক রাখা জরুরী। ভালো হয় সরাসরী দেখা করে আপনি ডলার কিনুন। অথবা পরিচিত কারো রেফারেলে কিনুন। অথবা আগে আপনি ডলার পেয়ে শিউর হয়ে তারপর টাকা পাঠাবেন। নিজে প্রতারণা না করি, অন্যের প্রতারণার শিকার না হই। 

 

ডেভ একাউন্ট খুলতে ২৫ ডলার লাগে। প্রথমে একটা টেস্ট ট্রানজিকশন করা হয়। তার জন্য ১ ডলার বা এমন কেটে নেয়। পরে যদিও তা ফেরত দেয়। তাই আপনার একাউন্টে ২৮ ডলার বা তার বেশি থাকা জরুরী।

এই! সহজ! অনেক গুলো বুদ্ধি রয়েছে। শুধু কাজে লাগাতে পারলেই হয়। শুভ কামন সবার জন্য 🙂

প্লেস্টোরে ডেভেলপার একাউন্ট খোলা এবং অ্যাপ সাবমিট নিয়ে বিস্তারিত লেখাঃ

FAQ:

ভার্চুলার কার্ড কি?
অনলানে কোন কিছু কেনার জন্য তো কার্ড ব্যবহার করতে পারি না আমরা। কার্ডের ইনরমেশন গুলো ব্যবহার করি। আর http://www.neteller.com/ ঐ ইনফো গুলোই দেয়। যেন অনলাইনে আমরা কোন কিছু কিনতে পারি। আর এটাই ভার্চুয়াল কার্ড।

26 thoughts on “কার্ড ছাড়াও বাংলাদেশ থেকে গুগল প্লে স্টোরে ডেভ একাউন্ট খোলার উপায়”

  1. তবে Buy & Sell ডলার গ্রুপ গুলোতে অসংখ্য প্রতারক ঘাপটি মেরে থাকে তাই সামনা সামনি ও ‍সতর্কতার সাথে লেনদেন করুন

    Reply
  2. নেটেলার ডলার কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন।
    নেটেলার,স্ক্রিল,পেপাল ডলার বিক্রয় করা হয়।
    সরাসরি যোগাযোগ করুন
    নাম: শুভ
    ঠিকানা: টাংগাইল
    মোবাইল: ০১৮১১৮৪৭৯২১

    Reply
  3. আচ্ছা, আপনি যে বললেন টাকা ফেরত দিবে সেটা কি খালি ১ ডলার নাকি সম্পূর্ণ টাকাই ফেরত দিবে(২৮ ডলার)???
    এবং অন্যের কার্ড দিয়ে আমি নামে ডেভ একাউন্ট খুলতে পারব??

    Reply
    • ১ ডলার ফেরত দিবে।
      ২৫ ডলার তারাই রেখে দিবে।

  4. অফটপিক প্রশ্নঃ আচ্ছা, এই নেটলার দিয়ে অনলাইনের অন্যান্য জিনিসও কেনা যাবে? যেমনঃ ডোমেইন, হোস্টিং এসব?
    ধন্যবাদ।

    Reply
  5. ভাই আমি নেটেলারে এ্যকাউন্ট করছি কিন্তু Net+ Card এই অপশনটি তো নাই.. pleasse help me….

    আর নেটেলারের ৫০ ডলার কিনতে কত টাকা লাগবে?

    Reply
  6. আচ্ছা একাউন্ট ভেরিফাই করার জন্য কি, ডলার অন্য কারও কাছ থেকেই কিনতে হবে? , আমি একজন ফ্রিলেন্সার, আমি কি আমার ওডেক্স একাউন্ট থেকে উইড্র করে নিতে পারব না

    Reply
  7. আমি একটি বিষয় জানতে চাই ?
    কোনো কার্ড ছাড়া মানে ডেভিড ক্রেডিট কার্ড বাদে কোনো ভাচ্রুয়াল কার্ড তৈরি করা যাবে
    এবং সেটি Gmail a পেমেন্ট একাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবো

    Reply

Leave a Reply