Xcode এ সি অথবা সি++ কোড রান করা

ম্যাকওএসের জন্য সবচেয়ে ভালো প্রোগ্রামিং ও ডেভেলপমেন্ট টুল হচ্ছে Xcode। এই Xocde এ ডিফল্ট ভাবেই সি অথবা সি++ কোড লেখা এবং রান করা যায়।

আপনার ম্যাকে যদি এক্সকোড ইন্সটল করা না থাকে, তাহলে অ্যাপস্টোর থেকে ইন্সটল করে নিন। এরপর এক্সকোড ওপেন করুন।

 

 

 

সাধারণত উপরের মত একটা উইন্ডো দেখতে পাবেন। সি প্রোগ্রাম লেখার জন্য Create a new Xcoode project এ ক্লিক করুন।

 

 

তাহলে কি ধরণের প্রজেক্ট তৈরি করবেন, তার একটা লিস্ট দেখাবে। এখানে অনেক গুলো অপশন পাবেন।   MacOS ট্যাব থেকে Command Line Tool এ ক্লিক করুন।

 

প্রজেক্টের একটা নাম দিন। ল্যাঙ্গুয়েজ অপশন থেকে C সিলেক্ট করুন। এরপর ক্রিয়েট বাটনে ক্লিক করলে নিচের মত করে একটা ডিফল্ট প্রজেক্ট তৈরি করে দিবেঃ

 

 

main.c এ ক্লিক করে নিজের মত করে কোড লিখতে পারবেন। এরপর Run বাটনে ক্লিক করে অথবা মেন্যু থেকে Product > Run এ ক্লিক করে রান করতে পারববেন। এক্সকোডের নিচের দিকে আউটপুট দেখাবেঃ

হ্যাপি প্রোগ্রামিং!

Leave a Reply