The good is the enemy of the best

সফলতার সংজ্ঞা ছোট বেলা থেকে আমাদের মাথায় যা গেঁথে দেওয়া হয়, তা হচ্ছে একটা বাড়ি একটা গাড়ি। অথবা সরকারি চাকরি পাইলেই হলো, আর কি লাগে। এমন কিছু। আমি শিউর বেশির ভাব মানুষ এই কথা গুলো শুনে বড় হয়েছে। তখন মস্তিষ্কে থাকা সফলতার সংজ্ঞা অনুযায়ী যায়গায় পৌঁছে যাওয়ার পর শরীরে আলস্য নেমে আসে। কমফোর্ট জোনে ঢুকে যাই। ভুলে যাই যে The good is the enemy of the best।

কমফোর্ট জোনে থাকলে নিজের বেস্ট আউটপুটটা বের হয় না। ‘সব সুন্দর মত চলছে তো, আর কি দরকার’ চিন্তা করা মানে হচ্ছে নিজের অধঃপতনের দিকে পা বাড়ানো। কমফোর্ট জোনটা আসলে একটা মানসিক অবস্থা। আপনার লক্ষ্য কি, লক্ষ্য থেকে কত দূর, এসবের উপর নির্ভর করে কমফোর্ট জোন। কেউ হয়তো রাজকীয় অবস্থায় থেকেও আরো ভালো কিছু চেষ্টা করে। আবার কেউ মশা মারতে মারতে দিন পার করার পরও মনে করে, আহ! এটাই জীবন।

আপনার লক্ষ্য কি? নিজেকে নিয়মিত আপডেট করার জন্য কি করছেন? নিজেকে এসব প্রশ্ন করলে নিজ অবস্থানের উত্তর পেয়ে যাবো। ভুলে যাওয়া যাবে না যেঃ “The Enemy of the best is the good. If you’re always settling with what’s good, you’ll never be the best.” আমাদের লক্ষ্য হওয়া উচিৎ নিজের বেস্ট ভার্সনে পরিণত হওয়া। নিজ ডোমেইনে বেষ্ট হওয়া। ইনশাহ আল্লাহ, যদি লক্ষ্য থাকে অটুট, বিজয় নিশ্চিত। ❤

Leave a Reply