আইওএস নিয়ে এই ব্লগে লেখা শুরু করি ২০১৫ সাল থেকে। বলা যায় ১০ বছর আগে থেকে। প্রথম iOS অ্যাপ এবং Xcode সম্পর্কে ধারণা দিয়ে সূচনা করি সম্ভবত। কিছুদিন iOS, কিছুদিন এন্ড্রয়েড এবং অন্যান্য ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিলাম। মেইনলি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টই করতাম। এই সময় যে কয়েকটা ফ্রেময়ার্কের সাথে পরিচিত হয়েছি, আমার কাছে সবচেয়ে সুন্দর UI ফ্রেমওয়ার্ক মনে হচ্ছে SwiftUI। একবার এখানে কোডিং শুরু করার পর জেটপ্যাক কম্পোজে ফিরে গিয়েছি। মনে হচ্ছে কি যে হিবিজিবি। আমরা ডেভেলপার। এরপরও মাঝে মধ্যে জেটপ্যাক কম্পোজ ব্যবহার করতে হয়েছে বা হচ্ছে।
বাংলায় ডেভেলপমেন্ট রিসোর্স কম। SwiftUI নিয়ে লিখতে লিখতে ভাবলাম লেখা গুলোকে বই আকারে রিলিজ দেই। সেই থেকেই প্র্যাক্টিক্যাল SwiftUI বইটার উৎপত্তি।
এই বই থেকে SwiftUI এর পাশা পাশি কিভাবে একটা পূর্নাঙ্গ অ্যাপ তৈরি করা যায়, কিভাবে অ্যাপ পাবলিশ করা যায়, সব দেখানো হয়েছে। প্রতিটা চ্যাপ্টারেই একটা করে অ্যাপ দেওয়া আছে। শুরুর থেকে সিম্পল, আস্তে আস্তে কমপ্লেক্স অ্যাপ ডেভেলপমেন্ট দেখানো হয়েছে। যারা iOS ডেভেলপমেন্ট শিখতে চায়, তাদের কাজে আসবে আশা করি।
নিচের লিংক থেকে ই-বুকটি কেনা যাবে। PDF এবং EPUB ফরমেটে বইটি ডাউনলোড করা যাবে।
iOS নিয়ে অন্যান্য লেখা গুলো পাওয়া যাবে আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট পেইজে।