বই লেখা এবং প্রকাশ – ফরম্যাটিং এবং পাবলিশিং গাইড ইবুক

বেশ কয়েক জন জানতে চেয়েছে কিভাবে আমি বই লিখি। সে থেকেই বই লেখা, ফরম্যাট করা নিয়ে বিস্তারিত একটা বই লিখে ফেলি।

বই লেখা এবং প্রকাশ: ফরম্যাটিং এবং পাবলিশিং গাইড ইবুক থেকে কিভাবে বই লেখা যায়, কিভাবে বইয়ের ফরম্যাটিং করা যায়, কিভাবে বই এক্সপোর্ট করে সবার সাথে শেয়ার করা যায়, এসব শেখা যাবে। গল্প, জ্ঞান, অথবা ভাবনা সবার সাথে শেয়ার করার মাধ্যম হচ্ছে বই। যে কেউ চাইলে নিজের ভাবনা গুলো বই আকারে প্রকাশ করতে পারে। এই বইটা থেকে বই লেখার প্রাথমিক পর্যায় থেকে শুরু করে প্রফেশনাল ফরম্যাটিং গাইডলাইন পাওয়া যাবে। ইবুকের মূল্য ৮০টাকা।

এই বইটা মূলত নন টেকনিক্যাল মানুষের জন্য লেখা।

  • যারা লেখালেখিতে নতুন, কিভাবে বই লিখতে হয়, তারা শিখে নিতে পারবে।
  • যারা ইতিমধ্যে লেখক, তারাও শিখে নিতে পারবে কিভাবে একটা বই প্রিন্ট রেডি ফরম্যাট করা যায়।

নিচের লিংক থেকে বইটি কেনা যাবে। বইতে কি কি রয়েছে, তা সম্পর্কে বিস্তারিত প্রোডাক্ট পেইজে জানা যাবে।

Leave a Reply