এমন কোন ওয়েব সাইট নেই, যেটাতে জাভাস্ক্রিপ্ট কোড নেই। আমরা যত ওয়েব সাইট ব্রাউজ করি, প্রায় সব গুলোতেই বলা যায় জাভাস্ক্রিপ্ট কোড রয়েছে। এর আগে জাভাস্ক্রিপ্ট শুধু মাত্র ক্লায়েন্ট সাইড (ব্রাউজারে) ব্যবহার করা হতো। Node.js এসে পুরা সিনারিও পাল্টে দিয়েছিল। এখন জাভাস্ক্রিপ্ট সব যায়গায়।
এই পেইজে জাভাস্ক্রিপ্ট নিয়ে এই ব্লগে লেখা আর্টিকেল গুলোর লিংক পাওয়া যাবে।
রিয়েক্ট
এক্সপ্রেস জেএস
- এক্সপ্রেস JS ব্যবহার করে সিম্পল API তৈরি
- এক্সপ্রেস জেএস ব্যবহার করে সিম্পল CRUD API তৈরি
- এক্সপ্রেস এপিআই অথেনটিকেশন
- এক্সপ্রেসে মাল্টি টেন্যান্ট এপিআই তৈরি
- এক্সপ্রেস অ্যাপে ডেটাবেজ মাইগ্রেশন এবং ORM
- এক্সপ্রেস থেকে ইলাস্টিক সার্চ ব্যবহার
নেস্ট জেএস
অন্যান্য
রিয়েক্ট ন্যাটিভ – মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট
আমি রিয়েক্ট ন্যাটিভের ফ্যান না। ফ্ল্যাটারের ফ্যান। বাংলায় ফ্লাটার টিউটোরিয়াল পেইজে অনেক গুলো আর্টিকেল রয়েছে। এখানে রিয়েক্ট ন্যাটিভ নিয়ে অল্প দুই একটা লেখা রয়েছেঃ
জাভাস্ক্রিপ্ট অ্যাপ সার্ভারে ডিপ্লয়মেন্ট সম্পর্কিত