ইমেজ ক্লাসিফিকেশনঃ একটা ইমেজের ক্লাস বের করা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। ক্লাস বলতে নির্দিষ্ট অবজেক্টের টাইপ। যেমন মানুষ, কুকুর, বিড়াল, গাছ, ফুল, গাড়ি ইত্যাদি। নিচের ইমেজটা দেখিঃ
এখানে যদি ইমেজটি কোন ইমেজ ক্লাসিফায়ার মডেলে ইনপুট দেই, হয়তো আউটপুট পাবো cat।
অবজেক্ট ডিটেকশনঃ অবজেক্ট ডিটেকশন হচ্ছে একটা ইমেজের মধ্যে থাকা অবজেক্ট গুলো ডিটেক্ট করা। যেমন উপরের ছবিটি যদি কোন অবজেক্ট ডিটেকশন মডেলে ইনপুট দেই, আমরা ইমেজের কোন এরিয়াতে অবজেক্টটি রয়েছে, তা ইমেজে দেখিয়ে দিবে।
ইমেজ সেগমেন্টেশনঃ ইমেজ সেগমেন্টেশনে একটা ইমেজের মধ্যে কোন কোন পিক্সেলে ঐ নির্দিষ্ট অবজেক্ট রয়েছে, তা বের করে দিবে। যেমনঃ