অপারেটর এবং অপারেন্ড

আগের অধ্যায় গুলোতে আমরা একটা ভ্যারিয়েবলে কোন ভ্যালু এসাইন করেছি। আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করেছি। এই সমান সমান চিহ্ন হচ্ছে অপারেটর, যাকে বলা হয় Equal to অপারেটর। Equal to ছাড়াও আরো অনেক ধরণের অপারেটর রয়েছে। এ অধ্যায় আমরা সেগুল সম্পর্কে জানব।

অপারেটর গুলো যে ভ্যারিয়েবল বা যে ডেটার উপর কাজ করে, তাকে আমরা বলি অপারেন্ড(Operand)।  কিছু কিছু অপারেটরের জন্য একটা অপারেন্ড লাগে। কিছু কিছু অপারেটরের জন্য লাগে দুইটা অপারেন্ড।

 

সি প্রোগ্রামিং এ অপারেটর গুলোঃ

 

Leave a Reply