পাইথনে ডেটা এনালাইসিস করার জন্য দারুণ একটি প্যাকেজ হচ্ছে NumPy. NumPy নিয়ে কাজ করাও দারুণ সহজ। প্রথমেই আমাদের NumPy ইন্সট করে নিতে হবে। অনেক ভাবেই ইন্সটল করা যায়। পাইথন ফাইল গুলো ডাউনলোড করে কমান্ড লাইন থেকে বা টার্মিনাল থেকে setup.py রান করলেই ইন্সটল হবে।
এখানে বিস্তারিত লেখা আছে কিভাবে NumPy ইন্সটল করা যাবে।
NumPy ইন্সটল করার পরের কাজ হচ্ছে আমাদের প্রজেক্টে NumPy ইম্পোর্ট করা। তা সহজ। তার জন্য লিখতে হবেঃ
import numpy
এবার আমরা NumPy ব্যবহার করে ডেটা এনালাইসিস শুরু করতে পারি। যেমন কয়েকটি নাম্বারের mean, median and Standard Deviation বের করতে পারি নিচের মত করেঃ
import numpy numbers = [1,2,3,4,5] print (numpy.mean(numbers) ) print (numpy.median(numbers)) print (numpy.std(numbers))
ডেটা সাইন্স নিয়ে অন্যান্য লেখা
আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে লেখা গুলো
numpy নিয়ে এত কম লেখা?দয়া করে আরেকটু বড় করে লেখবেন