ইউনারী অপারেটর

Unary Operators: সি প্রোগ্রামিং এ যে সকল Operator একটি চলকের উপর কাজ করে নতুন মান দেয় তাদের Unary Operators বলে। সবচেয়ে ব্যবহৃত Unary Operators হচ্ছে – (minus sign)। একটা নাম্বার পজেটিভ নাকি নেগেটিব, তা বুঝানোর জন্য আমরা তার আগে + অথবা – চিহ্ন বসাই। যদিও কোন চিহ্ন না বসানো মানে হচ্ছে ঐ সংখ্যাটি পজেটিভ।

#include <stdio.h>
int main()
{
    int x =-3;
    printf("%d", x);
    return 0;
}

যেখানে x এর মান  -3 ;

প্রধান  দুটি Unary Operators হচ্ছে Increment operator(++) ও Decrement operator(- -) ।

Increment operator: Increment operator কে ++ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাত ++ কে increment operator বলে। এটি একটি variable এর উপর বসে এর মান 1 বাড়িয়ে দেয়। এটি variable এর আগে ও বসতে পারে পরেও বসতে পারে। যেমনঃ মনে করি x একটি variable যার মান 5 । ++X এর মান হবে 6 । তেমনি X++ মান ও হবে 6 ।

#include <stdio.h>
int main()
{
    int x =6;
    x++;
    printf("%d", x);
    return 0;
}

উপরে আমাদের x এর মান 6, এর পর আমরা এর মধ্যে চ্ছে Increment operator(++) ব্যবহার করেছি। এবং শেষে তা প্রিন্ট করেছি। আমরা আউটপুট পেয়েছি 7.

এখন যদি আমরা x আগে ++ দিয়ে প্রিন্ট দি, তাহলেও আমরা একই মান পাবো।


#include <stdio.h>
int main()
{
    int x =6;
    ++x;
    printf("%d", x);
    return 0;
}

তবে x++ এবং ++x এর মধ্যে একটু পার্থ্যক্য রয়েছে।
x++ এর মানে হচ্ছে আগে x এর মান এক্সিকিউট হবে এবং তারপর এর মান ১ বাড়বে। আর ++x এর মানে হচ্ছে আগে এর মান এক বাড়বে এবং পরে এক্সিকিউট হবে। এখনো যদি বুঝতে অসুবিধে হয় সমস্যা নেই। নিচের প্রোগ্রামটা দেখিঃ

#include <stdio.h>
 
int main()
{
    int x =3;
    int y =6;
    printf("%d \n", x++);
    printf("%d \n", ++y);
    return 0;
}

উপরের প্রোগ্রামটা যদি আমরা রান করি, তাহলে আমরা আউটপুট পাচ্ছি 3 এবং 7। Increment operator ভ্যারিয়েবল এর পরে রয়েছিল, আমাদের printf ফাংশন আগে x এর মানটা প্রিন্ট করেছে, এর পর এর মান এক বাড়িয়েছে। তাই আমরা আউটপুট পাচ্ছি 3.
কিন্তু y এর ক্ষেত্রে আগে y এর মান এক বাড়িয়েছে, এবং পরে এর মান প্রিন্ট করেছে। তাই আমরা আউটপুট পেয়েছি 7
এখানে দুটা ভ্যারিয়েবল নিয়েছি, এবং পরে তাদের প্রিন্ট করেছি। একটার আগে ++ ব্যবহার করেছি একটার পরে।

Decrement operator: – – [Minus Minus] কে Decrement operator বলে। এটি একটি variable এর উপর বসে এর মান 1 কমিয়ে দেয়। এটি variable এর আগে ও বসতে পারে পরেও বসতে পারে। যেমনঃ মনে করি x একটি variable যার মান 5 । – -X এর মান হবে 4 । তেমনি X- – মান ও হবে 4 ।

#include <stdio.h>
 
int main()
{
    int x =6;
    x--;
    printf("%d", x);
    return 0;
}

উপরের প্রোগ্রামে আমরা x এর মান সেট করেছি 6 এবং পরে Decrement operator এর উপর প্রয়োগ করেছি। এর পরে এর মান এক কমে গিয়েছে। আমরা পরে x এর মান প্রিন্ট করেছি এবং এর মান পেয়েছি 5.