সুইফট প্রোগ্রামিং – String  || স্ট্রিং

 ৫। String  || স্ট্রিং

এর ব্যবহার আগে আমরা দেখেছি। কিভাবে একটি স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, কিভাবে প্রিন্ট করা হয়, আমরা এখন আরেকটু বিস্তারিত ভাবে জানব।

var str = "My String"
print(str)

উপরের প্রোগ্রামে শুধু একটা String ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং পরে তা প্রিন্ট করা হয়েছে।
আমাদের কাছে যদি একের অধিক স্ট্রিং থাকে, এবং আমরা তা এক সাথে যুক্ত করতে চাই, তাহলে লিখবঃ

var str1 = "Hello "
var str2 = "World! "
var fullText = str1 + str2
print(fullText)

দুইটা স্টিং এক সাথ করাকে বলা হয় Concatenation, উপরে আমরা তাই করেছি। দুইটা স্টিং জোড়া লাগানো সহজ, শুধু মাঝখানে + চিহ্ন যুক্ত করে দিলেই হয়। এভাবে আমরা একের অধিক স্টিং এক সাথ করতে পারি।

আবার আরো সহজেও করা যায়।


var str1 = "Hello "

var str2 = "World! "

str1 += str2

print(str1)

এখানে += ব্যবহার করে প্রথম স্ট্রিং এর সাথে দ্বিতীয় স্টিং যুক্ত করা হয়েছে। এবং পরে পুরো স্ট্রিং টা str1 এ এসাইন করা হয়েছে।

সুইফট প্রোগ্রামিং নিয়ে নিয়ে অন্যান্য লেখা।

Leave a Reply