PDF নাকি EPUB, বই পড়ার জন্য কোন ফরমেট ভালো?

ইবুক বলতে আমরা বেশির ভাগ মানুষ PDF-কে বুঝে থাকি। তবে ইবুকের জন্য সবচেয়ে ভালো ফরমেট হচ্ছে EPUB। PDF হচ্ছে ফিক্সড লেআউট ফরমেট। আর EPUB হচ্ছে এডাপ্টিভ। স্ক্রিন সাইজের উপর ভিত্তি করে কন্টেন্ট গুলো রিফ্লো করে নিতে পারে। EPUB হচ্ছে ইবুক এবং ডিজিটাল পাবলিশিং এর জন্য স্ট্যান্ডার্ড ফরমেট।

PDF যে সব ক্ষেত্রে খারাপ, এমন না। কিছু কিছু ক্ষেত্রে ফিক্সড লেআউটের দরকার পড়ে। যেমন যে কন্টেন্ট গুলোতে কমপ্লেক্স গ্রাফিক্স থাকে, সেগুলো রিফ্লো করলে গ্রাফিক্স গুলো ভেঙ্গে যাবে। এমন সব ক্ষেত্রে PDF ভালো। প্রিন্টিং এর ক্ষেত্রেও PDF উত্তম। এতে ফন্ট, ইমেজ এবং ফরম্যাট ঠিক থাকে। তবে ইবুক পড়ার জন্য PDF ফরমেট খুব একটা উপযোগী নয়। এর একটাই প্রধান কারণ, লেআউট পরিবর্তন করা যায় না। যার কারণে মোবাইল ডিভাইসে পড়া কষ্টকর।

EPUB এ দারুণ সব সুবিধা পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে EPUB ফরমেটে মিডিয়া এমবেড করা যায়। যেমন ক্রিয়েটর চাইলে অডিও এবং ভিডিও বই এর মাঝে যোগ করে দিতে পারে। ইউজার সরাসরি পড়ার সময় ভিডিও বা অডিও শুনতে পারবে। অনেকটা ওয়েব সাইটে কোন আর্টিকেল পড়ার মত। কিছু কিছু EPUB রিডার রিয়েল বই ফ্লিপ করার মত ফিল দেয়।

EPUB ফরমেটের আরো অনেক সুবিধা রয়েছে। যেমন প্রয়োজন অনুযায়ী ফন্ট সাইজ ছোট বড় করা যায়। থিম পরিবর্তন করা যায়। চোখে সহনশীল, এমন কোন থিম ব্যবহার করা যায়। তা ডার্ক হতে পারে, বইয়ের কালার হতে পারে অথবা লাইট হতে পারে।

আমাদের অনেকের কাছে ইবুক পড়তে ভালো না লাগার কারণ হচ্ছে সঠিক ফরমেট অথবা সঠিক অ্যাপ ব্যবহার না করা। কিন্ডেলে বই পড়া অনেক আরামদায়ক। অনেক অ্যাপে কিন্ডেলের মত এক্সপেরিয়েন্স পাওয়া যায়। বেস্ট এক্সপেরিয়েন্স পাওয়ার জন্য দরকার হয় EPUB ফরমেট। অনেক গুলো EPUB রিডার অ্যাপ রয়েছে। এদের মধ্যে আবার বেশির ভাগই ক্রসফ্লাটফর্ম সাপোর্ট করে। ফলে যে ডিভাইসেই বই পড়ি না কেনো, অন্য ডিভাইসে প্রগ্রেস সিংক্রোনাইজ হয়ে থাকে। ডিভাইস সুইচ করলেও পূর্বে যতটুকু পড়েছি, সেখান থেকে পড়া যায়। যেমনঃ

  • অ্যাপল প্লাটফর্মের জন্য রয়েছে Apple Books অ্যাপ।
  • অ্যান্ড্রয়েডের জন্য রয়েছে Google Play Books
  • Amazon Kindle অ্যাপ যে কোন ডিভাইসে ইন্সটল করে ব্যবহার করা যায়।
  • PocketBook অ্যাপটাও সুন্দর। সব গুলো ডিভাইসে ব্যবহার করা যায়।
  • Calibre ও একাধিক প্লাটফর্মে ব্যবহার করা যায়।

এগুলো ছাড়াও আরো অনেক ইবুক রিডার রয়েছে। আপনি যেটায় কম্পোর্ট ফীল করে, ঐটাই ব্যবহার করতে পারেন।

যারা আমার ইবুক গুলো ক্রয় করেছেন, তারা বইয়ের PDF এর পাশাপাশি EPUB ভার্সনও ডাউনলোড করে নিতে পারবেন My account। পড়ার এক্সপেরিয়েন্স ইনশাহ আল্লাহ ভালো হবে।

Leave a Reply