Half Girlfriend / হাফ গার্লফ্রেন্ড বই

হাফ গার্লফ্রেন্ড বইটি চেতন ভগত এর লেখা। এ বছর মুভিও বের হয়েছে বইটির যদিও। থ্রি ইডিয়টস মুভিটি বলতে গেলে প্রায় সবাই দেখেছি। থ্রি ইডিয়টস মুভিটির স্ক্রিপ্টও চেতন ভগত এর লেখা।

একজন বিহারী পড়ালেখায় তেমন একটা ভালো না, কিন্তু স্পোর্টস কোটায় একটা ইংলিশ মিডিয়াম কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয়। কলেজটা এতই আধুনিক যে তার গাছ গুলোও নাকি ইংরেজীতে কথা বলে। যাই হোক, ছেলেটি প্রেমে পড়ে এক সুন্দরী, মডার্ণ, ধনী মেয়ের। প্রেমে পড়ার জন্য পারফেক্ট মেয়ে। যে কেউই প্রেমে পড়ত 😛 এরপর? মেয়েটিকে প্রপোজ করে। মেয়েটি রাজি হয় না। অনেক চেষ্টা পর রাজি হয়, পুরো গার্লফ্রেন্ড নয়, হাফ গার্লফ্রেন্ড হওয়ার। এরপর? আরো অনেক গল্প। জানতে হলে পড়ে দেখতে পারেন।

প্রথম দিকে আমার কাছে পড়তে ভালোই লাগছিল। এরপর কিছুদূর পর থেকে মুভি স্ক্রিপ্টএর মত মনে হয়েছিল। যদিও পরে মুভিও তৈরি হয়েছে। বইটি অনেক সহজ ইংরেজীতে লেখা। যারা একটু একটু ইংরেজী পড়তে পারে, তারা সহজেই বুঝতে পারবে। ইংরেজী পড়ার অভ্যাস করতে চাইলেও পড়ে দেখতে পারেন 🙂

2 thoughts on “Half Girlfriend / হাফ গার্লফ্রেন্ড বই”

Leave a Reply