GrandPerspective – ম্যাকে স্টোরেজ দখল করা ফাইল গুলো বের করা

GrandPerspective অ্যাপটা অস্থির রকমের জোস। আমার ম্যাকের 500GB SSD এর প্রায় 300GBই সিস্টেম ফাইল দেখাচ্ছিল। এই অ্যাপটা রান করলাম। বড় বড় ফাইল গুলো দেখিয়ে দিয়েছে। অনেক গুলো টেম্পোরারি ফাইল অনেক যায়গা দখল করে বসে থাকে। বিভিন্ন ক্লিনার অ্যাপও আসলে এই ফাইল গুলো ডিলিট করে না। নিজে নিজে খুঁজে ডিলিট করতে হয়।

Screenshot

GrandPerspective দিয়ে স্ক্যান করলে কোন ফাইল কতটুকু স্পেস নিচ্ছে, সেগুলো দেখা যাবে। ফাইলের লোকেশন দেখাবে। এরপর প্রয়োজন মত ডিলিট করে নেওয়া যাবে। মাত্র 2.5MB একটা ফ্রি অ্যাপ এত ভালো কাজে লাগতে পারে, ব্যবহার না করলে বুঝা যাবে না। এখান থেকে ডাউনলোড করা যাবে। ফ্রিতে ব্যবহার করা যায়।

2 thoughts on “GrandPerspective – ম্যাকে স্টোরেজ দখল করা ফাইল গুলো বের করা”

  1. ম্যাক এ brew ইনস্টল করা থাকলে সহজেই নিচের কম্যান্ড দিয়ে অ্যাপ ইনস্টল করা যেতে পারে। তাহলে আর ম্যানুয়ালি ডাউনলোড বা আপডেট করার প্রয়োজন পড়বে না।

    `brew install –cask grandperspective`

    Reply

Leave a Reply