ছোট্ট একটি লেখা।
একটা মানুষ যখন একটিবার Hello World প্রোগ্রামটি লিখে, যে কোন ল্যাঙ্গুয়েজে। তখন থেকেই সে একজন প্রোগ্রামার। যদিও একজন সত্যিকারের প্রোগ্রামার হতে হলে তাকে অনেক কিছুই শিখতে হবে, জানতে হবে। নিয়মিত প্রোগ্রামিং এর চর্চা করতে হবে। আর নিয়মিত প্রোগ্রামিং এর চর্চা করতে তখনই ভালো লাগবে, যখন নিজে নিজে ভাববে, আমি একজন প্রোগ্রামার। অন্তত এটা ভাবতে পারি, আমি একদিন সত্যিকারের প্রোগ্রামার হয়ে উঠব।
ইংরেজিতে সুন্দর একটা বাক্য রয়েছেঃ ‘Fake It Till You Make It’
প্রোগ্রামার হওয়ার ইচ্ছে থাকলে আজ থেকে নিজেকে নিজে বলুন, আমি একজন প্রোগ্রামার। আর সময় পেলেই একটু কম্পাইলারটা নিয়ে বসে পড়ুন। প্রোগ্রামিং করতে করতে একদিন হয়তো ফেসবুক বা গুগল থেকে মেইল পাবেন তাদের সাথে জয়েন করার জন্য। অথবা তৈরি করতে পারবেন Ubar, Airbnb বা গুগল, ফেসবুক থেকেও দারুণ কিছু।
আমি ১ জন প্রোগ্রামর
ভাইয়া, আমি একজন ক্ষুদে প্রোগ্রামার….চেষ্টায় আছি 🙂