গাড়ির জন্য 70mai এর ড্যাশ ক্যাম – A800s এবং A500

গাড়ির জন্য 70mai এর দারুণ কিছু ড্যাশ ক্যামেরা রয়েছে। এর মধ্যে আমি A500 (70mai Dash CamPro Plus+) এবং A800s ব্যবহার করেছি। তো এই দুইটা সম্পর্কে ভাবলাম লিখি।

70mai Dash Cam Pro Plus+

প্রথমেই আমি 70mai A500 অর্ডার করি দারাজে। Xiaomi Global Store নামে একটা স্টোর রয়েছে, ঐখান থেকে অর্ডার করি। প্রোডাক্টটা চায়না থেকে শিপ করে, তাই হাতে পেতে প্রায় এক মাসের মত সময় লাগে। বাংলাদেশে যারা বিক্রি করে, সবাই দামে বিক্রি করে। দারাজ থেকে কম দামেই কিনতে পেরেছি। 70mai A500 হাতে পাওয়ার পর প্রথমে নিজে নিজে ইন্সটল করার চেষ্টা করেছি। কিন্তু পারিনি। এরপর কার ডেকোরেটোরের দোকানে গিয়ে ইন্সটল করে নেই। এমন না যে ইন্সটল করা কঠিন। ইউটিব দেখে ট্রাই করেছি। কিন্তু সব গুলো গাড়ির পার্ট গুলো খোলার সিস্টেম এক রকম না হওয়াতে পারিনি।

ইন্সটল করে ব্যবহার করার পর ভিডিও কোয়ালিটি দেখে আমি ইম্প্রেসড। খুবি ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড হয়। রেজুলেশন হচ্ছে 2592×1944। এছাড়া এটার সাথে রেয়ার ক্যামেরাও ব্যবহার করা যায়। যদিও আমি রেয়ার ক্যামেরা সহটা অর্ডার করিনি। শুধু ফ্রন্ট ক্যামেরাটাই অর্ডার করেছি।

ড্যাশ ক্যাম সাধারণত ইন্সিডেন্ট গুলো ক্যাপচার করে রাখার জন্যই ব্যবহার করা হয়। সাধারণ ব্যবহারের জন্য Xiaomi 70mai Pro+ ড্যাশ ক্যাম যথেষ্ট। ট্রাভেল করতে গেলে আরো বেশি রেজুলেশনের ভিডিও পাওয়ার জন্য ভাবলাম 4k ভার্সনটি অর্ডার করি। আর তা হচ্ছে 70mai A800s, এবার সাথে রেয়ার ক্যামেরাও অর্ডার করি।

A800s তে 4k ভিডিও পাবো, মূলত এই জন্যই অর্ডার দেই। সাথে রেয়ার ক্যামেরাও ব্যবহার করা যাবে, তাই এই আপগ্রেড।

A500 এবং A800s এর মাউন্ট ভিন্ন। ওরা পারত একই রকম মাউন্ট বানাতে। তাহলে যে কেউ সহজেই আপগ্রেড করতে পারত। আগের মাউন্ট থেকে শুধু ক্যামেরাটা খুলে নতুন ক্যামেরা বসিয়ে দিতে পারত।

70mai Dash Cam 4K A800S

A800s এর ভিডিও কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। কিন্তু রেয়ার ক্যামেরা ইন্সটল করার পর কয়েকটা সমস্যা দেখলাম। প্রথম সমস্যা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা 4k ভিডিও রেকর্ড করে। রেয়ার ক্যামেরা 2k রেজুলেশনে ভিডিও রেকর্ড করে। দুইটা ক্যামেরা এক সাথে এত বেশি পরিমাণ ডেটা প্রসেস করার  কারণে ক্যামেরা গরম হয়ে যায়। এটার সলিউশন হচ্ছে ভিডিও রেজুলেশন কমিয়ে দেওয়া। তাহলে ক্যামেরার উপর লোড কম পড়বে, গরম হবে না। তাহলে তো আমার আপগ্রেড করে কোন উপকার হলো না। তাই না?

তো আরেকটা অপশনও চিন্তা করলাম। যেহেতু রেয়ার ক্যামেরার ফুটেজ আমার কাছে গুরুত্বপূর্ণ না, ভাবলাম তাহলে রেয়ার ক্যামেরার ভিডিও রেজুলেশন কমিয়ে দেই। কোন অপশন খুঁজে পেলাম না। অনলাইনে ঘেঁটে দেখলাম রেয়ার ক্যামেরার সেটিং ফিক্সড। পরিবর্তন করা যায় না!

রেয়ার ক্যামেরা ব্যবহার করলে আরেকটা সমস্যাও ফেইস করতে হবে। ক্যামেরা বডিতে একটা সুইচ থাকে ভয়েস রেকর্ড অন বা অফ করার জন্য। রেয়ার ক্যামেরা যুক্ত করলে ঐ সুইচটা দিয়ে ডিসপ্লেতে কোন ফ্রন্ট নাকি রেয়ার ক্যামেরার ফিড দেখাবে, তা পরিবর্তন করার অপশন চলে আসে। অর্থাৎ আগের মত সিঙ্গেল ক্লিকে ভয়েস রেকর্ড অন বা অফ করা যায় না। মেনুতে গিয়ে বা মোবাইল কানেক্ট করে অ্যাপ থেকে করতে হবে। এই দুই সমস্যা সমাধান করার জন্য আমার জন্য সম্ভবত রেয়ার ক্যামেরা না ব্যবহার উত্তম হবে। কারণ আমার মেইন টার্গেট ফ্রন্ট ক্যামেরার 4k রেজুলেশনের ভিডিও।

70mai Dash Cam Pro+ টা হচ্ছে A500 ভার্সন। A800s হচ্ছে প্রায় 12000 টাকার মত (রেয়ার ক্যাম সহ)। আর A500 হচ্ছে 6500 এর মত (রেয়ার ক্যাম ছাড়া)। A500 রেয়ার ক্যাম সহ 8000 টাকার মত। আপনার জন্য কোনটা ভালো হবে, নিচের চার্ট থেকে আইডিয়া পেতে পারেন।

ভিডিও রেজুলেশন গুরুত্বপূর্ণ না হলে A500টাই যথেষ্ট। অনেক ক্লিয়াল ভিডিও রেকর্ড করে। রাতের বেলায়ও সুন্দর ভিডিও পাওয়া যায়। দামও A800s এর প্রায় অর্ধেক।

এছাড়া পার্কিং সারভেইলেন্স হিসেবেও এই ক্যামেরা দুটি ব্যবহার করা যায়। যদিও তার জন্য আলাদা ওয়ারিং কিট এক্সট্রা কিনতে হবে। আর তখন গাড়ির ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে সারাক্ষণ টাইমলেপ্স ভিডিও করবে। এতে গাড়ির ব্যাটারি ড্রেইন হবে। যারা নিয়মিত গাড়ি স্টার্ট দিয়ে থাকেন, তাদের সমস্যা হবে না। কিন্তু যারা আমার মত অনিয়মিত স্টার্ট দিয়ে থাকেন, তাদের হয়তো সমস্যা ফেস করতে হতে পারে। ব্যাটারি ড্রেইন হয়ে গেলে গাড়ি স্টার্ট দেওয়া যাবে না! আপনার জন্য যদি সুইটেবল হয়, তাহলে পার্কিং সারভেইলেন্স এর জন্য ওয়ারিং কিট কিনতে পারেন। তার জন্য এক্সট্রা 1700 টাকার মত লাগবে।

বিদ্রঃ A500 অর্ডার করার সময় রেয়ার ক্যাম সহ এক সাথেই অর্ডার করতে হবে। কারণ সাধারণ ভার্সনে রেয়ার ক্যামেরার ভিডিও ইনপুট নেওয়ার পোর্ট থাকে না। A800s এর ক্ষেত্রেও সেইম কিনা, আমি শিউর না। যেখান থেকে অর্ডার দিবেন, তাদের সাথে কথা বলে নিতে পারেন।

 

অনেক গুলো কোম্পানির ড্যাশক্যাম রয়েছে। ফেসবুকের গাড়ি রিলেটেড গ্রুপ গুলোতে এই শাওমির এই ড্যাশক্যাম সবাই সাজেস্ট করছিল।  ব্যবহার করে নিজের কাছেও ভালো লেগেছে। আমাদের দেশে গাড়ি ড্রাইভ করা রিক্সি। কে কখন মেরে দিয়ে উল্টো নিজের ঘাড়ে দোষ দেয়, এর থেকে বাঁচার জন্য হলেও ড্যাশক্যামের দরকার।

 

ইমেজ সোর্সঃ 70mai অফিশিয়াল সাইট।

আপডেট 02-07-21:

A800 এর সাথে রেয়ার ক্যাম ব্যবহার করলে গরম হয়ে যাওয়ার কারণে রেয়ার ক্যাম খুলে ফেলছি। যদিও গরম হলেও সমস্যা হয়নি কোন। খুলে পেছনে A500 ব্যবহার করছি। দুইটা ড্যাশক্যামকেই কাজে লাগিয়ে দিলাম। হিটিং ইস্যু সল্ভড। সাথে এখন পেছনেও ভালো কোয়ালিটির ভিডিও পাচ্ছি। B)

Leave a Reply