বার বার প্রেমে পড়তে চাই

থিয়া, একটা কথা বলতে ইচ্ছে করছে। বলব?
– বলো।

না মানে… আজ একটা স্পেশাল দিন। বছরের শেষ। কাল নতুন আরেকটি বছর শুরু হবে… নতুন করে সব শুরু করার দিন…
– থামলি কেন?

একা একা চলতে অবস্থ। মাঝে মাঝে মনে হয় সাথে কেউ থাকলে দারুণ হতো। তোর সাথে কথা বলার পর থেকে তোর কথা ভাবি। মনে হয় প্রেমে পরে গেছি। হবি আমার সঙ্গী?

থিয়া একবার অবাক হয়ে তাকালো। এরপর উদাস হয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর বলল, আজ উঠি। সন্ধ্যা হয়ে যাচ্ছে।

আমি বসে আছি। ভাবছি, কথা বলার সঙ্গীটাও হারাচ্ছি? কিছু তো একটা বলতে পারতো। কিছু বলে নি কেনো? আরো কত প্রশ্ন।

প্রতিদিন বাড়িতে পৌছে থিয়া জানাতো, ঠিক মত গিয়ে পৌছিয়েছি। আজকে তাও জানায় নি। রাত আমার নির্ঘুম কাটবে। কিছুক্ষণ পর পরই মোবাইলের স্ক্রিনটি করে দেখি। কল আসলে মোবাইলোটি জানান দিত। তারপর ও দেখি। কোন কল নেই, কোন মেসেজ নেই। কিচ্ছু নেই।

রাত ঘুম না আসায় সকালে অনেক্ষণ ঘুমিয়েছি। ঘুম ভেঙ্গেছে ফোনের ডাকে। থিয়ার কল। চোখ থেকে ঘুম নিমিষেই চলে গেলো। জিজ্ঞেস করল আমি কোথায়। বললাম বাসায়। এরপর বলল ক্যম্পাসে যেতে… দ্রুত রেডি হয়ে ক্যম্পাসের দিকে ছুটলাম…

শাড়ি পরা অবস্থায় থিয়াকে কখনো দেখি নি। আজ হঠাৎ দেখে কেমন একটা ধাক্কা খেলাম। শাড়ির সাথে মানিয়ে কপালে টিপ। আমি কতক্ষণ অবাক হয়ে তাকিয়ে ছিলাম জানা নেই… থিয়া হাত বাড়িয়ে দিল… বলল নতুন বছর নতুন ভাবে করে শুরু করি…

আমি তখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছি। প্রেমে তো আগেই পড়েছি। আজ আবার পড়লাম। বার বার প্রেমে পড়া যায়? না গেলে নেই, বার বার প্রেমে পড়তে চাই…

Leave a Reply