সহজে পড়ালেখা বোঝার জন্য ফাইনম্যান পদ্ধতি

আমরা কেউ কেউ কোন কিছু সহজেই বুঝে ফেলতে পারি। আবার কেউ কেউ কোন কিছু বুঝতে একটু সময় নেই। পড়ালেখা বা যে কোন টপিক্স সহজে বোঝার জন্য একটা পদ্ধতি রয়েছে, যার নাম ফাইম্যান পদ্ধতি। নোবেল বিজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইম্যানের নাম থেকে নামকরণ।  ফাইম্যান পদ্ধতি ব্যবহার করে কঠিন যে কোন বিষয় সহজে শিখে ফেলা যায়। যার ধাপ গুলো এমনঃ

প্রথম ধাপে যে টপিক্সটি শিখতে হবে, তা কোন কাগজে লিখে ফেলা। এরপর ঐ টপিক্স নিয়ে পড়া শুরু করা।

দ্বিতীয় ধাপে ঐ টপিক্স সম্পর্কে নিজের মত করে লিখে ফেলা। লিখতে হবে এমন ভাবে, যেন আপনি  আপনার থেকে ছোট কাউকে শেখাচ্ছেন। এভাবে লিখতে গেলে আপনি বুঝে যাবেন ঐ টপিক্স সম্পর্কে আপনি  কি কি ভালো করে বুঝেন। আর বুঝে যাবেন কি কি আপনি নিজেই বুঝেন না। যে সব কিছু আপনি বুঝেন না, সেগুলো মার্ক করতে হবে এরপর।

তৃতীয় ধাপে ঐ মার্ক করা বিষয় গুলো সম্পর্কে ভালো করে বুঝার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বই, গাইড বা সিনিয়র কারো হেল্প নেওয়া যেতে পারে।

চতুর্থ ধাপে এসে ঐ টপিক্স নিয়ে নিজের মত করে লেখাটি পড়তে হবে। যে সব শব্দ আপনি বুঝেন না, বা আরো সহজ ভাবে লেখা যায়, সেভাবে লিখে ফেলতে হবে। এভাবে করে ফেললে আপনি নিজেই দেখবেন, এখন ঐ টপিক্সটি আপনার কাছে কত সহজ লাগে। আর এভাবে পড়ার চেষ্টা করলে আপনি কোন দিনও ভুলবন না। পরীক্ষায় প্রশ্ন যে ভাবেই আসুক না কেনো, আপনি উত্তর দিতে পারবেন।

1 thought on “সহজে পড়ালেখা বোঝার জন্য ফাইনম্যান পদ্ধতি”

Leave a Reply