কিসে ইনভেস্ট করব?

সর্বজনীন পেনশন স্কিম, বন্ড, বীমা, ফিক্সড ডিপোজিট এসব করা থেকে ফিক্সড কোন এসেটে ব্যয় করুন। স্বর্ণও কিনে রাখতে পারেন। অন্তত এসব থেকে ভালো রিটার্ণ পাবেন। অনেকেই হয়তো পরামর্শ দিবে ফ্লাট, প্লট, এপার্টমেন্ট, জমি এসবে ইনভেস্ট করলে লস হবে। একটু এনালাইসিস করলেই বুঝবেন যে একটা দেশের অর্থনৈতিক যে অবস্থাই হোক না কেন, এসবের দাম খুব একটা কমে না। যত বড় শহর, ততই দাম বাড়ে এসবের। আর আমাদের যেহেতু ডিসেন্ট্রালাইজের কোন সুযোগ নাই, নিচিন্তে থাকতে পারেন। আর আমাদের জনসংখ্যা এতই বেশি যে কখনোই দাম কমার সম্ভাবনা নেই। এগুলো যদিও স্লো ইনভেস্টমেন্ট এবং দরকারে দ্রুত টাকা পাওয়া যাবে না, তবে ফাঁকিবাজি যে কোন ইনভেস্টমেন্ট থেকে ভালো হবে।

সবচেয়ে বড় বীমা হচ্ছে নিজের পেছনে ইনভেস্ট। নতুন একটা কোর্স করেন। নতুন একটা বিষয়ে পড়ালেখা করেন। হাজার গুণে ফেরত পাবেন। এরপরও বীমা, পেনশন স্কিম, বন্ড এসবের পেছনে ইনভেস্ট করা থেকে দূরে থাকেন। কাজে দিবে। আমাদের দেশের কারেন্সি এতই ভঙ্গুর, যে ভাবেই টাকা রাখেন লাভ থেকে লস বেশি হবে।

সফলতার কোন শর্টকাট নেই। এই সিম্পল জিনিসটা আমরা বুঝতে পারি না। তাই বার বার বিভিন্ন প্রতিষ্ঠান এসে ধোঁকা দেওয়ার সুযোগ পায়। এতবার ধোঁকা দেওয়ার পর ও, এত উদাহরণ সামনে দেখার পরও আমরা সহজে লক্ষ লক্ষ টাকা আয় করতে চাই। আর প্রতিবারই ধরা খাই।

ধরা খাওয়া উচিৎ আসলে। এখন আর আমার একটুও খারাপ লাগে না। কাউকে সতর্ক করলে সে ভুল বুঝে। যত জ্ঞানী মানুষ হোক আর যত বোকা, সবাই ভাবে তার বিরুদ্ধে বলছি। তার উপকার চাচ্ছি না। কেউ আসলে ধরা খাওয়ার আগ পর্যন্ত ভিন্ন মতকে পছন্দ করে না। নিজেই সঠিক। যা বাবা যা… আসলেই সঠিক তারা। ধরা খাওয়ার আগ পর্যন্ত।

ডেসটিনি, যুবক, ইভ্যালি, ডুল্যান্সার… এখন সর্বশেষ MTFE। হাওয়া। গায়েব।

আজ যদি আমিও এমন পিরামিড স্কিম নিয়ে আসি, কালকে আমার গ্রাহকের অভাব হবে না। কারণ আমরা সবাই লোভী।

অনলাইন স্ক্যাম যারা করে, তাদের একবার ইন্টার্ভিউ নেওয়া হয়েছে। জিজ্ঞেস করা হয়েছে এত দেশ থাকতে ক্যান বাংলাদেশ। বলল এরা লোভী। ফাঁদে ফেলা সহজ। আর কিছু বলা লাগে?

সো আরো কিছু আসুক, সবাই ধরা খাক। ধরা খেয়ে শিখুক। নিষেধ করা বা কাউকে পরামর্শ দেওয়ার দরকার নাই।

Leave a Reply