অনেক গুলো থিমে ওয়ার্ডপ্রেসের উইজেটে সর্টকোড কাজ করে না। কারণ ফাংশনটি এনাবল করা থাকে না। ফাংশনটি এনাবল করতে নিচের কোডটি functions.php ফাইলে যুক্ত করলেই উইজেটে সর্টকোড কাজ করবে।
// Enable shortcodes in text widgets add_filter('widget_text','do_shortcode');
ফাংশন ফাইলে কোন ভুল করলে পুরো সাইটটা আর লোড হবে না। তাই একটু সাবধানে কাজ করতে হবে। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম এডিটর, FTP ক্লায়েন্ট বা অন্য যে কোন ভাবেই functions.php ফাইলটি এডিট করতে পারেন।
আমার ভালো লাগে WPide প্লাগিনটি। এটি দিয়ে সহজেই থিম বা প্লাগিন এডিট করা যায়। ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল থেকেই।
ব্লগে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে অনেক গুলো টিউটোরিয়াল রয়েছে। সব গুলো পাওয়া যাবে বাংলায় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টিউটোরিয়াল লিঙ্কে।