বাংলায় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টিউটোরিয়াল

পৃথিবীতে যত গুলো ওয়েব সাইট রয়েছে, তার প্রায় ২৬% ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। যা প্রায় ৭৬.৫ মিলিয়ন ওয়েব সাইট।

ওয়ার্ডপ্রেস একটা CMS বা Content Management System. এটি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি। প্রথমে শুধু ব্লগ সাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস ডেভেলপ করা হয়। এখন প্রায় সব ধরনের ওয়েব সাইট তৈরি করতে এটি ব্যবহৃত হচ্ছে। ওয়ার্ডপ্রেস শেখা খুবি সহজ। নিজের একটি ওয়েব সাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেস শিখতে চাইলে এক সপ্তাহ সময় দিলেই যথেষ্ঠ।

ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের যথেষ্ট চাহিদা রয়েছে। একজন ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার গড়ে $50/hr আয় করে যা প্রায় ৪ হাজার টাকা, প্রতি ঘন্টায়। একজন ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাইলে পিএইচপি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং MySQL সম্পর্কে ভালো জানতে হবে। এসব জানার জন্য ইন্টারনেটে অনেক কন্টেন্ট রয়েছে। গুগলে গিয়ে একটু সার্চ করলেই পাওয়া যাবে। এখানে ব্যাসিক কিছু লেখা শেয়ার করা হলোঃ

 

ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন এবং প্রাথমিক ধারণা

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টঃ

অন্যান্য কিছু লেখাঃ