সফলতার জন্য দরকার কঠিন পরিশ্রম

কাজ আমার কাছে যেমন কঠিন, আপনার কাছেও কঠিন, কঠিন ইলন মাস্কের কাছেও। সফল ঐ মানুষ গুলোর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য খুবি সামান্য। কাজ কঠিন হওয়া সত্ত্বেও তারা একটু একটু করে করে যায়। আর আমরা কাজ না করে কিভাবে থাকতে হয়, তা ভাবতে থাকি।

কাজ যত বেশি করতে থাকবে, নিজেকে তত ভাগ্যবান মনে হবে। চেষ্টা যত কম করবেন, নিজেকে তত অপদার্থ মনে হবে। চেষ্টা না করেই নিজেকে আমরা অনেকেই অপদার্থ ভাবি, ভাবি আমার দ্বারা কিচ্ছু হবে না। ডিপ্রেশনে ভুগি। আসলে এ জন্য নিজেই দ্বায়ী। চেষ্টা না করা, সব কিছু পরে করব চিন্তা করা এ জন্য দ্বায়ী। অথচ সফলতা হচ্ছে ছোট ছোট চেষ্টা গুলোর সমষ্টি। দূর থেকে মনে হয় অনেক কঠিন। কিন্তু শুরু করার পর একটু একটু করে করতে পারলে এক সময় না এক সময় নিজের কাঙ্খিত লক্ষ্যে পৌছা যায়।

দারুণ কিছু অর্জন করতে হলে তার জন্য আপনাকে আজ থেকে, এখন থেকেই চেষ্টা করতে হবে। প্রতিদিনই মনে হবে, আজ থাক। কাল থেকে শুরু করব। কিন্তু এভাবে করতে করতে দেখা যায় অনেকের জীবনটাই শেষ হয়ে যায়। মৃত্যু সয্যায় তখন মনে হবে, আহারে, আমি তো জীবনে কিছুই করলাম না।

সব কিছুর জন্যই ত্যাগের দরকার আছে, স্যাক্রিফাইস আরকি। দরকার হয় নিজের কম্পোর্ট জোন থেকে বের হওয়া। আমাদের মস্তিষ্কটাই এমন, অলস থাকতে চায়। আবার এই মস্তিষ্কটাই অসাধারণ সব স্বপ্ন দেখে। আপনার দ্বায়িত্ব হচ্ছে মস্তিষ্কটা যদি অলসতা করতে চায় তাকে বাঁধা দেওয়া। পরে করব চিন্তা করলে নিজেকে নিজে বলা, আজ, এখনি করব বলা।

ক্লাসে ফাস্ট হতে চান? কালকে পড়ব চিন্তা বাদ দিয়ে আজই বই নিয়ে বসা। এসাইনমেন্ট শেষ করতে হবে? কালকে করার চিন্তা বাদ দিয়ে আজই একটু লিখে ফেলা। জবে ইঙ্কিমেন্ট দরকার? বাসায় এসে টিভি ছেড়ে শরীর এলিয়ে না দিয়ে নিজের স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করা। ট্যুরে যাওয়ার টাকা হচ্ছে না? নিজের বাড়তি খরচটার দিকে নজর দিয়ে তা কমানোর চেষ্টা করা অথবা বাড়তি উপার্জন করার একটা সুন্দর পথ খুঁজে নেওয়া। বড় গায়ক হতে ইচ্ছে করে? আজই একটু প্র্যাক্টিস করা, রেকর্ড করা, ইউটিউব বা সোশাল সাইটে আপলোড করা। কোন উপন্যাস লিখতে ইচ্ছে করছে? আজ থেকেই একটু একটু করে লিখে ফেলা। অনেক বড় অভিনয় শিল্পী হতে ইচ্ছে করে? ছোট ছোট কোন স্ক্রিপ্টে অভিনয় করে রেকর্ড করে দেখা, ভালো লাগলে ইউটিউব বা সোশাল সাইটে আপলোড করা। ইত্যাদি ইত্যাদি। আজ থেকেই, এখন থেকেই।

এসব কিছু করতে গেলেই একটা না একটা ভয় কাজ করবেই করবে। যেমন মানুষ কি বলবে সহ নানা ভয়। সাহস আর কিছুই না, শুধু এই ভয়টাকে জয় করা। ভয়টাকে জয় করে শুরু করা। নিজের ভালোলাগাতে সময় দেওয়া। প্রতিদিন, একটু একটু করে। iA, বিজয় সুনিশ্চিত।

2 thoughts on “সফলতার জন্য দরকার কঠিন পরিশ্রম”

  1. এটাই বাস্তব সফল হতে হলে কিছু না কিছু ত্যাগ করতে হবে। এবং কিছু দিন করেই হাল ছাড়া যাবে না। অনেক সুন্দর লিখেছেন। ভাল থাকবেন।

    Reply

Leave a Reply