পিটিসি কি আর ফ্রীল্যান্সিং কি? দুইটা দুই জগতের বস্তু নয় কি?
এমন অনেকেই আছে যারা অনেক ভালো কাজ জানে কিন্তু ফীল্যান্সিং কি তা জানে না। কারন চারদিকে এটানিয়ে এত সব ভন্ডামি হচ্ছে যে সবাই এটাকে ভুয়া মনে করছে। বিষেশ করে ডূল্যান্সার আর পিটিসি যারা করে তারা মনে করে ঐটাই ফ্রীল্যান্সিং। আর তাদের আসে পাশের মানুষেরা মনে করে ফ্রীল্যান্সিং একটা জগন্য কাজ।
নিজেকে একজন ফ্রীল্যান্সার ভাবতে কয়েকদিন পর সত্যি সত্যি খারাপ লাগবে। সবাই তখন আমাকে দেখে দোড়াবে যেমনি দোড়ায় ডেস্টিনির কোন লোককে দেখলে। যেখানে যাই চোখে পড়ে এড এ ক্লিক করে অনলাইনে হাজার হাজার টাকা আয় করার সুযোগের বিজ্ঞাপন। এরা এতটাকা পায় কই তাই চিন্তা করি।
অনলাইনে কি সত্যি সত্যি এত সহজে আয় করা যায়? আচ্ছা, অনলাইনে যারা সত্যিকার অর্থে কাজ করে তাদের কি পরিমান কষ্ট করতে হয়ছে তা কি কেউ জানে? নাকি এরা আসলো, অনলাইনে ফ্রীল্যান্সিং নামক একটা বস্তু রয়েছে তাকে ধরল আর তার বাসায় ডলার আসতে লাগল। থাকগে, আর না লিখি।
ও ভালো কথা, মাঝে মাঝে এটাও দেখি যে “৫০০টাকায় ওয়েব সাইট তৈরি করে দি” টাইপের বিজ্ঞানপন। আচ্ছা তারা কিভাবে কাজ করে? নিজের কাজের ক্ষেত্রটাকে কেন এমন ধংশ করে?? এসবের কারনে হয়তো কোথাও গিয়ে বলবে পারব না আমি একজন ওয়েব ডেভলপার বা আমি একজন ফ্রীল্যান্সার।
খুব ভাল লিখেছেন জাকির ভাই। আপনার লেখা আমাকে সব সময়ই অনুপ্রানিত করে…………
a little knowledge is always dangerous…..
so we all should be keep awaring those ppl who doesn’t know d difference between clicklancing & freelancing