প্যাশন

যারা নিজ প্যাশন নিয়ে কাজ করে, আমরা সবাই তাদের চিনি। কারণ তারা সবার থেকে একটু আলাদা।

পড়ালেখা বা চাকরি সবার থাকে। পড়ালেখা বা চাকরির পাশা পাশি আমরা যা করি বা করার চেষ্টা করি, তাই আমাদের প্যাশন। কেউ কেউ আবার নিজ প্যাশন নিয়ে পড়ালেখা করে, প্যাশনের উপরেই কাজ করে। আর তারা হয়ে উঠে অসাধারণদের মধ্যে অসাধারণ।
আমরা সবাইকে মনে রাখি না। অল্প একজন দুইজনকে মনে রাখি। সাধারণ বৃত্তের বের হয়ে কিছু করার জন্য, তাদের ব্যক্তিত্বের জন্য, তাদের প্যাশনের জন্য।

আপনার কি ভালো লাগে? আপনার প্যাশন কি? প্রতিদিনের কাজ কর্মের পাশা পাশি আপনি কি নিয়ে কাজ করেন? প্রশ্ন গুলোর উত্তর বলার দরকার নেই। নিজের মনের মধ্যে রাখুন। সে অনুযায়ী কিছু করার চেষ্টা করুন।

আমরা সবাই অসাধারণ হওয়ার গুণ নিয়ে জন্ম নেই। আমরা সবাই নিজ নিজ জায়গায় অসাধারণ হয়ে উঠতে পারি। একজন অসাধারণ হয়ে গেলে যে আরেকজনের জন্য সুযোগ কমে যাবে, এমন না। পৃথিবীটা অনেক বড়। এখানে সবার জন্য সুযোগ রয়েছে। পার্থক্য হচ্ছে আমরা কেউ কাজে লাগাই, কেউ সুযোগ গুলোকে হাতছাড়া করি।

Leave a Reply