BRTA থেকে ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ নবায়ন

ট্যাক্স টোকেন

ট্যাক্স টোকেন প্রতিবছরই নবায়ন করতে হয়। ট্যাক্স টোকেনের ফি নির্দিষ্ট ব্যাংক অথবা BRTA অফিসের ভেতর থাকা ব্যাংক গুলোতে টাকা জমা দিলে সাথে সাথেই ট্যাক্স টোকেন দিয়ে দেয়। যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তারা ঐ ট্যাক্স সার্টিফিকেট দেখিয়ে সাধারণত  ট্যাক্স অব্যাহতি পেয়ে থাকেন। তবে তাদের শুধু মাত্র ট্যাক্স টোকেনের ফি দিতে হবে।

যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না, তাদের ক্ষেত্রে গাড়ির জন্য আলাদা করে ট্যাক্স দিতে হয়। তো সাধারণত ব্যাংকে TIN সার্টিফিকেট এবং গাড়ির কাগজ পত্র নিয়ে গেলে তারা চেক করে বলে দিতে পারে কত টাকা ট্যাক্স দিতে হবে। ব্যাংক থেকে ট্যাক্স টোকেন নেওয়ার জন্য যে সব কাগজ পত্র লাগেঃ

  •  গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর কপি
  • সর্বশেষ ট্যাক্স টোকেন এর মূল কপি
  • TIN সার্টিফিকেট এর কপি

আমার ইনকাম ট্যাক্স ফ্রি হওয়ার কারণে আলাদা ভাবে কোন আয়কর দিতে হয় না। আর তাই গাড়ির জন্য ট্যাক্স দিতে হয়। ট্যাক্স টোকেন ফি, গাড়ির ট্যাক্স সহ 1500CC এর গাড়ির জন্য সম্ভবত আমার ২৮০০০ টাকার মত লেগেছে। আর এই ট্যাক্স টোকেন প্রতিবছরই রিনিউ করে নিতে হয়।

ফিটনেস সনদ

ফিটনেস সার্টিফিকেট সাধারণত দুই বছর পর পর রিনিউ করতে হয়। ফিটনেস সার্টিফিকেট নেওয়ার জন্য গাড়ি ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ নিকটস্থ BRTA তে গেলেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিবে। BRTA এ এর যে সার্কেলে গাড়ি রেজিস্ট্রেশন করা হয়েছে, ঐ সার্কেলে যাওয়া লাগবে না। তবে ফিটনেস সনদ নেওয়ার জন্য আগে থেকে এপয়েনমেন্ট নিয়ে নিতে হয়। সম্ভবত এপয়েনমেন্ট ছাড়া গেলেও ফিটনেস সার্টিফিকেট দেয়। আমি এপয়েনমেন্ট নিয়েই গিয়েছি।

এপয়েন্টমেন্টের জন্য প্রথমে https://bsp.brta.gov.bd এ গিয়ে গাড়ির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিট্রেশন করার পর লগইন করে এপয়েনমেন্ট > ফিটনেসের জন্য এপয়েনমেন্ট এ ক্লিক করতে হবে। যা নিচের মত করে দেখাবেঃ

আমি সম্মত তে ক্লিক করে পরের স্টেপ দেখাবেঃ

এখানে তারিখ, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, নিকটস্থ BRTA অফিস ইত্যাদি সিলেক্ট করলে ফিটনেস সনদের আবেদন পত্র জেনারেট করে দিবে। ঐ আবেদন পত্র, ফিটনেস সনদের জন্য ব্যাংক জমা ফি এবং পুরাতন ফিটনেস সনদের অরিজিনাল কপি নিয়ে BRTA অফিসে যেতে হবে। BRTA এ তে যেখানে গাড়ি গুলো রাখা হয়, সাধারণত সেখানে একজন পরিদর্শ থাকে। যিনি গাড়িটি দেখে আবেদন পত্রে সাইন করে দেয়। এরপর সাইন করা ঐ আবেদন পত্র নিয়ে নির্দিষ্ট অফিসারের রুমে গেলে ফিটনেস সনদ প্রিন্ট করে দিবে। এই তো। খুবি সিম্পল!

BSP থেকে এপয়েন্টমেন্টের জন্য আবেদন করলে আবেদন পত্র অটোমেটিক জেনারেট হয়ে যাবে। হাতে পূরণ করা লাগে না কিছু। শুধু মাত্র তারিখ এবং স্বাক্ষর দিয়ে নিলেই হবে।

 

ফিটনেস সার্টিফিকেট এক্সপায়ার ডেটের ১৫ দিন আগে থেকে এপয়েনমেন্ট নেওয়া যাবে। যদি ১৫ দিনের বেশি সময় থাকে, তাহলে BSP পোর্টাল থেকে এপয়েনমেন্ট নেওয়া যাবে না। কেউ চাইলে পুরাতন ফিটনেস সার্টিফিকেট আবেদন (ফর্ম C.F.A.) পূরণ করেও ফিটনেস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন পারেন। তা পাওয়া যাবে এখানে

ফিটনেস সনদের জন্য ফি ট্যাক্স টোকেনের ফি এর মত নির্দিষ্ট ব্যাংক গুলোতে দেওয়া যায়। যে সব ব্যাংকে BRTA এর টাকা জমা দেওয়া যায়, তার লিস্টঃ

  • ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
  • সাউথইস্ট ব্যাংক লিমিটেড
  • ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
  • সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড
  • স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
  • এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
  • এসবিএসি ব্যাংক
  • মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
  • মধুমতি ব্যাংক লিমিটেড
  • এনআরবি ব্যাংক লিমিটেড
  • ন্যাশনাল ব্যাংক লিমিটেড
  • মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
  • ওয়ান ব্যাংক লিমিটেড

ওয়ান ব্যাংক আমার বাসার কাছে থাকায় ট্যাক্স টোকেন এবং ফিটনেস সার্টিফিকেটের ফি আমি ওয়ান ব্যাংকেই দিয়ে থাকি।

1 thought on “BRTA থেকে ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদ নবায়ন”

Leave a Reply