কিছু কিছু সময় আপনি এমন কিছু মেসেজ পাবেন, যেমন আপনার হার্ডিস্ক খুব রিক্স অবস্থায় রয়েছে। দ্রুত ব্যাক আপনিন এবং হার্ডডিস্কটির সমস্যা ফিক্স করুন।
অথবা আপনার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকার সত্ত্বেও আপনাকে বলবে আপনার কম্পিউটারে এতগুলো ভাইরাস রয়েছে। আপনি দ্রুত এগুলো রিমুভ করুন তা না হলে …… ইত্যাদি অনেক কিছু হবে।
আবার হয়তো বলবে আপনার কম্পিউটারে এতগুলো ড্রাইভার নেই। আপনি ইচ্ছে করলে ড্রাইভার গুলো ইন্সটল করে নিতে পারেন।
ইত্যাদি। তখন আপনাকে একটা লিঙ্ক দিবে। লিঙ্কে গেলে বলবে এত ডলারের বিনিয়ক আপনাকে সফটটি কিনতে হবে। এগুলো আসলে একধরনে ম্যালওয়ার। আপনার কাছে তাদের সফট বিক্রি করার একটা ফন্দি অথবা আপনার ক্রেডিট কার্ড চুরি করার একটা ফাঁদ। তাই ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকার জন্য নিজের বুদ্ধি কাজে লাগাতে হবে।
যে ম্যালওয়ারের কারনে আপনাকে এসব মেসেজ দেখায় তা অনেক সময় আপনি দেখতে পাবেন না। তাই তা সহজেই রিমুভ ও করতে পারবেন না। টাস্ক ম্যানেজার ওপেন করে দেখুন আপনার কম্পিউটারে কি কি প্রসেস চলছে। দেখুন উইন্ডোজ আর আপনার পরিচিত সফট গুলো ছাড়া আর কি কি প্রসেস হচ্ছে। যদি এমন কিছু দেখেন যা সম্পর্কে আপনি জানেন না তাহলে ঐ প্রসেসের নামটা লিখে গুগলে সার্স করুন। দেখুন ঐটা কি। তারপর যদি ঐটা কোন ম্যালওয়ার হয় তাহলে আবার গুগলেই সার্চ করুন কিভাবে ঐটা রিমুভ করতে পারেন তা নিয়ে। দেখবেন একটা না একটা রেজাল্ট পাবেনই।
নিয়ম ফলো করুন আর বিরক্তি কর ম্যাসেজ থেকে মুক্ত থাকুন।
শুভ কম্পিউটিং।