সিলিকন ভ্যালি হচ্ছে প্রযুক্তির স্বর্গ। ঐখানেই এপল, গুগল, মাইক্রোসফট এর মত বড় বড় কোম্পানি গুলোর প্রধান কার্যালয়। ঐখানেই কাজ করে পৃথিবীর সেরা সব বিজ্ঞানী, আবিস্কারক, উদ্দেক্তা, ব্যবসায়ী, মার্কেটার সহ সব। The Silicon Valley 100 নামক একটা পোস্ট দেখে চিন্তা আসল ওরা কি ভাবে চিন্তা করে? ওরা কি ভাবে কাজ করে? ওরা কিভাবে তাদের দিন গুলো পার করে? ঐ লিস্টের প্রথমেই আছে স্টিভ জবস এর নাম, তার পর ল্যারি পেইজ তার পর টীম কুক। এবাই ক্রমান্বয়ে সাজানো প্রযুক্তির দৈত্যদের নাম। ভালো লাগে ওদের সম্পর্কে জানতে। মন চায় ওদের মত হতে। কিন্তু জানি না কি ভাবে তা হওয়া যায়… উপরের পোস্টা সময় করে দেখে আসতে পারেন। হয়তো ওদের দেখে উৎসাহিত হতে পারেন…
2 thoughts on “ওরা কি ভাবে চিন্তা করে? ওরা কি ভাবে কাজ করে? ওরা কিভাবে তাদের দিন গুলো পার করে?”
Leave a Comment
You must be logged in to post a comment.
Jakir vaiya amar salam niben. Asha kori valo achen. Apnar shathe kichu golpo cilo plz amak jodi ekta mail korten tahole khub khusi hobo.
আপনি আমাকে মেইল করতে পারেনঃ [email protected] তে।