কি জামেলা করে লিখছি নিজেই বুঝি না। :/ “একটি সংখ্যা কে ঐ সংখ্যা এবং ঐ সংখ্যা থেকে ছোট সংখ্যা দিয়ে ঐ সংখ্যার সমান সংখ্যক ভাবে লেখা যায়।”
উদাহরনটা অনেক সহজ এবং এটা অনেক সহজ একটা বিষয়। প্রায় সবাই জানেন মনে হয়।
১ =১
২=১+১ এবং ২ [এর বেশি ভাবে তো মনে হয় লেখা যায় না]
৩=১+১+১, ১+২ এবং ৩
৪=১+১+১+১, ১+১+২, ১+৩ এবং ৪ তাই না?
………………………
………………………
………………………
এভাবে বাকি গুলো। দেখেন ৪ কে কিন্তু শুধু চার ভাবেই লেখা যায়। তেমনি ৫ কে ৫ ভাবেই লেখা যাবে।।
5 thoughts on “একটি সংখ্যা কে ঐ সংখ্যা এবং ঐ সংখ্যা থেকে ছোট সংখ্যা দিয়ে ঐ সংখ্যার সমান সংখ্যক ভাবে লেখা যায়।”
Leave a Comment
You must be logged in to post a comment.
যায় তো…
২*২,৮/২,(২+৪/২),৪/২+৪/২,… 😛 ফাজলামো করলাম। আইডিয়াটা চমৎকার।
ফাইজলামো করাই ভালো। সবাই ভিজি। কার এত সময় আছে ফাইজলামো করার? কেমন যাচ্ছে আপনার দিনকাল? ফেসবুক ছাড়লে সমস্যা নেই। মাঝে মাঝে ব্লগ ঘুরে যাবেন। যোগাযোগ রাখবেন… শুভ কামনা।
😀
বড়ই মজাদার বিষয়!!! 😉
😉