উইন্ডোজে লারাভেল / Laravel ইন্সটল বা প্রজেক্ট তৈরি

লারাভেল    সেরা কয়েকটি পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্য একটি। লারাভেল ইন্সটলেশন যথেষ্ট সহজ। উইন্ডোজে কিভাবে লারাভেল ইন্সটল করতে হয়, তা দেখব।লারাভেল ইন্সটল করতে Composer ব্যবহার করা হয়। Composer হচ্ছে পিএইচপি dependency ম্যানেজার। যেমন লারাভেল প্রজেক্ট তৈরি করব। লারাভেল এর সাথে পিএইচপি এর আর কি কি লাইব্রেরী লাগবে, সে গুলো অটোমেটিক ডাউনলোড করের নেওয়ার জন্যই  dependency ম্যানেজার ব্যবহার করা হয়।

https://getcomposer.org/download/ এ গেলে  Windows Installer সেকশন থেকে উইন্ডোজের জন্য ইন্সটলার ডাউনলোড করে নেওয়া যাবে। তারপর সাধারন একটা সফটওয়ার যেভাবে ইন্সটল করে, ঠিক সেভাবেই Composer  ইন্সটল করে নিতে হবে।

ইন্সটল হয়ে গেলে আমরা লারাভেল প্রজেক্ট তৈরি করার জন্য প্রস্তুত।

laravel logo wide


আমরা কোথায় প্রজেক্ট তৈরি করব, কমান্ড লাইনে সে ডিরেক্টরিতে যাবো। যেমন যদি ডেস্কটপে লারাভেল প্রজেক্ট তৈরি করতে চাই, তাহলে কমান্ড লাইন ওপেন করে cd Desktop লিখব। এরপর লারাভেল প্রজেক্ট তৈরি করার জন্য নিচের কমান্ড লিখবঃ

composer create-project laravel/laravel example-app

তাহলে আমাদের জন্য লারাভেল প্রজেক্ট তৈরি হবে। লারাভেল প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সকল dependency  এবং লারাভেল ফ্রেমওয়ার্ক composer  অটোমেটিক ডাউনলোড করে নিবে। কিছুক্ষণ সময় লাগবে। সব কিছু ডাউনলোড হলে আমাদের ইউজার নেম দিতে বলবে। একটা ইউজার নেম দিব। এবং এরপর পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দিব। তাহলে আমাদের প্রজেক্ট টেস্ট করার জন্য প্রস্তুত।
আমরা এবার চাইলে টেস্ট করতে পারব। তার জন্য অ্যাপ ফোল্ডারে গিয়ে নিচের কমান্ড লিখবঃ

php artisan serve

laravel serve

তাহলে লেখা উঠবে Laravel Development server started on http://localhost:8000/

ব্রাউজারে গিয়ে http://localhost:8000/ লিখলে আমরা আমাদের প্রথম লারাভেল প্রজেক্ট দেখতে পাবো। নিচের মত দেখাবেঃ

লারাভেলে স্বাগতম 🙂

11 thoughts on “উইন্ডোজে লারাভেল / Laravel ইন্সটল বা প্রজেক্ট তৈরি”

  1. অন্যান্য সফ্টওয়ারের মত সহজ নয়। ইনস্টলেশনটা ক্লিয়ার বা স্ক্রিনশুট প্রয়োজন ছিল। ধারা বাহিক টিউটোরিয়াল আশা করছি। ধন্যবাদ।

    Reply

Leave a Reply