কারো কারো সাথে মিশতে গেলে নিজেকে তাদের থেকে স্মার্ট মনে হবে। তখন মনের মধ্যে যেন অহংবোধ না আসে। নিজের জ্ঞান তাদের সাথে শেয়ার করতে পারেন। জ্ঞান জিনিসটা শেয়ার করলে কমার পরিবর্তে বেড়ে যায় 🙂
কারো কারো সাথে মিশতে গেলে নিজেকে অনেক তুচ্ছ মনে হবে। মনে হবে নিজের জীবনটাই একটা অপচয়। তখন যেন হতাশা না এসে অনুপ্রেরণা আসে। যেন কৌতূহল যাগে মনের মধ্যে, তারা কিভাবে করে, কেন করে। এই কৌতূহলটাই হচ্ছে সফলতার সিঁড়ি। পৃথিবীর যত আবিষ্কার, সব এই কৌতূহল থেকেই। একটা মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠে এই কৌতূহল এর জন্যই। কি, কেনো, কিভাবে এই সহজ সহজ প্রশ্ন গুলোর মধ্যেই লুকিয়ে আছে সব কিছু। এখন শুধু জিজ্ঞেস করা বাকি 🙂
good them