কোন কিছু সাদাসিদা ভাবে তুলে ধরতে পারা হচ্ছে আর্ট, যিনি সাদাসিদা ভাবে তুলে ধরতে পারেন, উনি একজন আর্টিস্ট। সিম্পল, সহজ বা সাদাসিদা শব্দ গুলো কত সহজ। কিন্তু সিম্পিসিটি অর্জন করা কঠিন।
যখন অ্যালগরিদম ডিজাইন করা হয়, তখন কমপ্লেক্সিটি যতটুকু পারা যায়, কমানোর চেষ্টা করা হয়। আমরা স্বপ্ন দেখি, একদিন সব গুলো সমস্যা সিম্পল হয়ে যাবে। হবে P = NP।
আমরা যখন কোড লিখি, তখন চেষ্টা করি কত আরো কত সহজ ভাবে কোড গুলো লেখা যায়। আরো কত সুন্দর ভাবে সাজানো যায়। কারণ আমরা জানি Code is poetry.
একজন ডিজাইনারের মাথায় সব সময় সময় চিন্তা থাকে, যত সহজ, যত সিম্পল রাখা যায়। একজন আর্কিটেক্ট চিন্তা করে কমপ্লেক্সিটি বাদ দিয়ে যত সুন্দর ভাবে সব কিছু ফুটিয়ে তোলা যায়। একজন এন্ট্রপ্রেনার চিন্তা করে সব কিছু আরো কত সিম্পল করা যায়। সিমপ্লিসিটি নিয়ে কিছু সুন্দর সুন্দর উক্তি 🙂
One day I will find the right words, and they will be simple. ― Jack Kerouac
Simplicity is the final achievement. After one has played a vast quantity of notes and more notes, it is simplicity that emerges as the crowning reward of art. – Frédéric Chopin
Simple can be harder than complex: You have to work hard to get your thinking clean to make it simple. But it’s worth it in the end because once you get there, you can move mountains. ― Steve Jobs
It takes a lot of hard work to make something simple. ― Steve Jobs
Keep it simple, stupid – Design principle noted by the U.S. Navy
If you can’t explain it simply, you don’t understand it well enough. – Albert Einstein
Simplicity is the essence of happiness. – Cedric Bledsoe
Simplicity is the ultimate sophistication. – Leonardo da Vinci
The ability to simplify means to eliminate the unnecessary so that the necessary may speak. – Hans Hofmann
nice bro