এর আগে আমরা ভিউ এবং রুটস সম্পর্কে জেনেছি। এবার আমরা জানব কিভাবে ভিউতে ডেটা পাস করা যায়। এ জন্য আমরা রাউটস থেকে ভিউতে ডেটা পাস করব এবং ভিউতে ঐ ডেটা দেখাবো। web.php রুট ফাইলে আমরা বলে দিয়েছি welcome ভিউ দেখাতেঃ
Route::get('/', function () {
    return view('welcome');
});
আমরা কোন ডেটা দেই নি। আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে ডেটা পাস করতে পারি এভাবেঃ
Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!' // assign to $name vairable
        ]);
});
ডেটা ভিউতে পাস করা হয়েছে। আমরা যদি ডেটা দেখাতে চাই, তাহলে name নামে ভ্যারিয়েবলটাকে কল করলেই হবে। welcome.blade.php এর সব কিছু মুছে নিচের কোড যুক্ত করে এরপর প্রজেক্টি ব্রাউজারে দেখুনঃ
<h1>Hello <?php echo $name; ?></h1>
উপরে আমরা পিএইচপি ট্যাগের ভেতর ভ্যারিয়েবলটা লিখেছি। আমরা চাইলে ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করে লিখতে পারি, যা মূলত উপরের প্লেইন পিএইচপি কোডে কনভার্ট করবেঃ
<h1>Hello {{ $name }}</h1>
এখন আপনি name ভ্যারিয়েবলে যে কোন ভ্যালুই সেট করতে পারেন। আমরা চাইলে যত ইচ্ছে তত গুলো ভ্যারিয়েবল এভাবে পাস করতে পারিঃ
Route::get('/', function () {
    return view('welcome', [
        'name'=> 'Jack!',
         'age'=> '100!'
        ]);
});
আমরা compact এর মাধ্যমেও ডেটা পাস করতে পারিঃ
Route::get('/', function () {
    $name = 'Jack';
    return view('welcome' , compact('name'));
});
ভিউতে দেখানোর জন্যঃ
<h1>Hello {{ $name }}Your age is {{ $age }}.</h1>
সিঙ্গেল ভ্যারিয়েবলের পরিবর্তে অ্যারে পাস করতে চাইলেঃ
Route::get('/', function () {
    $names = [
    'Bill Gates',
    'Steve Jobs',
    'Larry Page'
    ];
    return view('welcome' , compact('names'));
});
ভিউতে অ্যারে থেকে ডেটা দেখানোর জন্য রেগুলার পিএইচপি ব্যবহার করে এভাবে লিখতে পারিঃ
<ul>
<?php foreach ($names as $name):  ?>
    <li><?php echo $name; ?></li>
<?php endforeach; ?> 
</ul>
ব্লেড ডিরেক্টিভ ব্যবহার করেঃ
    <ul>
        @foreach ($names as $name)
            <li>{{ $name }}</li>
        @endforeach
    </ul>
এমনকি আমরা অ্যারে অফ অ্যারে পাস করতে পারিঃ
Route::get('/', function () {
    $friends = [
        [
            'name' => 'Bill Gates',
            'email' => '[email protected]'
        ],
        [
            'name' => 'Steve Jobs',
            'email' => '[email protected]'
        ]
    ];
    return view('welcome', compact('friends'));
});
ভিউতে এভাবে দেখাতে পারিঃ
    <ul>
        @foreach ($friends as $friend)
            <li>Name: {{ $friend['name'] }}. Email: {{$friend['email']}} </li>
        @endforeach
    </ul>
যা এভাবে আউটপুট দিবেঃ
- Name: Bill Gates. Email: [email protected]
- Name: Steve Jobs. Email: [email protected]
উপরে হার্ড কোড করে ভিউতে ডেটা পাস করেছি। রিয়েল প্রজেক্টে এই ডেটা গুলো আমরা সাধারণত ডেটাবেজ থেকে আউটপুট দিব।