ভিডিও টরেন্ট ডাউনলোড ট্রিক

সিরিয়াল গুলো অনেক বড় হয়। এক সেসনই ১০-২০জিবি বা ভালো কোয়ালিটি হলে তারো বেশি। ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে প্রায় সময়। কিন্তু ট্রিক খাটিয়ে ডাউনলোড শুরু থেকেই দেখা সম্ভব।

সিরিয়াল গুলোতে অনেক গুলো ফাইল থাকে। টরেন্ট থেকেই সাধারনত আমরা ফাইল গুলো ডাউনলোড করি। আর uTorrent এ ডাউনলোড লিস্টে থাকা সিরিয়ালের ভেতরের সব ফাইল গুলো দেখা যায়। ঐখানে কোন ফাইলটা আগে ডাউনলোড হবে তার পাওরিটি সেট করে দিতে পারি।

একটা সিজন যখন ডাউনলোড করি, তখন ঐ সিজনের প্রথম এপিসোড এর পাওরিটিহাই করে দিয়ে বাকি গুলো নরমাল বা লো করে দিলে প্রথম এপিসোড সবার আগে ডাউনলোড হবে। এবার আমরা প্রথম এপিসোড দেখা শুরু করতে পারি। দ্বিতীয় এপিসোডের পাওরিটি হাই করে দিতে পারি তখন।

a

অনেকেই হয়তো এ ট্রিক ব্যবহার করেন। একটা সিজন ডাউনলোড শেষ হয়, আমার ঐ সিজন দেখাও শেষ হয়ে যায়।

একই ভাবে টরেন্টে থাকা অনেক টিউটোরিয়াল ভিডিও এভাবে দেখতে পারেন। সম্পুর্ণ ডাউনলোডের জন্য অপেক্ষা না করে ইন্ট্রো ভিডিও গুলো পাওরিটি হাই করে দিয়ে দেখা শুরু করতে পারেন…

Leave a Reply