বাংলাদেশ থেকে অ্যামাজন এর প্রোডাক্ট কেনা

অ্যামাজন এর কিছু কিছু সেলার বাংলাদেশে প্রোডাক্ট শিপ করলেও ট্যাক্স শিপিং চার্জ অনান্য কিছু মিলিয়ে অনেক খরচ পড়ে যায়। একটা সহজ উপায় হচ্ছে ব্যাকপ্যাক এর মাধ্যমে প্রোডাক্ট কেনা। আমি ব্যাকপ্যাকের মাধ্যমে অ্যামাজন থেকে একটা ব্যাকপ্যাক আনিয়েছি। দাম ছিল $19.50। সাথে ব্যাকপ্যাক এর কষ্ট শহ পড়েছে ২৫ ডলার। যদিও ব্যাকপ্যাকে কিছু ক্রেডিট থাকায় আমাকে অর্ধেকের মত পেমেন্ট করতে হয়েছে। আজ হাতে পেয়েছি।

 

ব্যাকপ্যাকে কারো রেফারেলে সাইনআপ করলে ৫০০ টাকা ক্রেডিট দেয়। কোন প্রোডাক্ট কিনলে ঐ ক্রেডিট থেকে খরচ করা যায়। আর বাকি টাকা পেমেন্ট করলেই হয়। অ্যামাজনে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। যেহেতু সাইনআপ করলে ৫০০ টাকা পাচ্ছেন, সে গুলো সহজেই কাজে লাগাতে পারেন।  সুবিধে হচ্ছে বিকাশেও টাকা পেমেন্ট করা যাবে।

৫০০ টাকা ক্রেডিট পাওয়ার জন্য এখান থেকে সাইন আপ করতে পারেন। 

 

অ্যামাজন থেকে কোন প্রোডক্ট কিনতে চাইলে কোন অ্যামাজনে দেখে নিবেন প্রথমে। এরপর ব্যাকপ্যাকে ঐ নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এবং Add to cart এ ক্লিক করে নিজের তথ্য দিয়ে চেক আউট করা যাবে। পেমেন্ট অপশনে গেলে ব্যাকপ্যাক ক্রেডিট ছাড়া বাকি টাকা কার্ড বা বিকাশে পেমেন্ট করতে পারবেন। এরপর তারা বলে দিবে কত দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন।

 

 

backpac

 

btw, অপরিচিত কোন ব্র্যান্ডের কিছু না কিনলেই ভালো হবে। কারণ ইমেজ দেখে একটা প্রোডাক্ট কেমন, তা বুঝা যাবে না। তাই পরিচিত কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনাই ভালো হবে 🙂

Leave a Reply