চারটি ওয়েব সাইট শেয়ার করি। যে গুলো থেকে কম্পিউটার সাইন্স সহ অনেক গুলো বিষয় অনলাইন থেকেই শিখে নেওয়া যায়। বেশির ভাগ কোর্স ফ্রি। মজার পার্ট হচ্ছে কোর্স গুলো অনেক গোছানো। একটা কোর্স ঠিক মত শেষ করতে পারলে অনেক কিছু সম্পর্কে জানা যাবে। সাইট গুলোঃ
এগুলোর মধ্যে udacity কোর্স গুলো আমার বেশি ভালো লাগে। অল্প কয়েকটা কোর্স কিন্তু খুবি দরকারী। এগুলোর বেশির ভাগই কম্পিউটার সাইন্স রিলেটেড।
কম্পিউটার সাইন্সের প্রায় সব বিষয় অনলাইন শিখতে চাইলে Open Source Society এর এই গিট রিপোটি দেখা যেতে পারেঃ https://github.com/open-source-society/computer-science
অনলাইনে কম্পিউটার সাইন্সের যত ফ্রি রিসোর্স রয়েছে, সব গুলো গুছিয়ে সাজানো হয়েছে। দরকার একটু সময় দেওয়া এবং শিখতে থাকা।
হ্যাপি লার্নিং 🙂
ভাই, আমি কি আপনার ইমেইল আইডি ট পেতে পারি।
আমি নতুন নতুন App develop করছি, কিন্তু আমার সাহায্য করার মত কেউ নাই।
আপনি যদি আমাকে একটু গাইডলাইন দিতেন, বড়ই উপকৃত হতাম।
আমি এইচএসসি স্টুডেন্ট
asif ahmed,
ami apnar shathe koatha bolta cai.
[email protected]
Thanks.
If you communicate with me, I’ll feel happy…
[email protected]