সব কিছু যখন খুব ধীরে ঘটে, তখন ভাবি কেন সব কিছু আরো দ্রুত হয় না। যখন যখন সব কিছু দ্রুত ঘটে যায়, নিশ্বাস নেওয়ার মত সুযোগও দেয় না, তখন ভাবি, একটু ধীরে ধীরে চললে কি এমন ক্ষতি?
জীবনটা নিজের মত করে চলে। কখনো আস্তে, কখনো দ্রুত। আমাদের কাজ শুধু হাল ধরে বসে থাকা। যে দিকে যেতে চায়, সে দিকে যেতে দেওয়া। যদি কোন কিছু পেতে চাই, কিন্তু জীবনটা চায় না, তখন কষ্ট পেতে হয়। মাঝে মাঝে সে যা চায়, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
অনেক দূরে যাওয়ার পর মাঝে মাঝে না পাওয়া গুলোর দিকে তাকালে মনে হয় যে গুলো পাওয়া হয় নি, সেগুলো ছাড়াও জীবন সুন্দর ভাবে চলে যাচ্ছে, চলে যায়। মাঝে মাঝে মনে হয় না পাওটাই হয়তো ভালো হয়েছে। আবার মাঝে মাঝে কিছু চাওয়ার পর তা থেকে ভালো কিছুও পাওয়া যায়। কি অদ্ভুত ভাবেই ঘটে যায় সব কিছু।
আমরা সব কিছু কত সিরিয়াস ভাবেই না নেই। সিরিয়াস ভাবে মরে যাওয়ার কোন মানে হয়? সিরিয়াস ভাবে মারা যাওয়ার এ
কটুও মানে হয় না। সব কিছু যত সিরিয়াস ভাবে নেই আর সহজ ভাবে নেই, আমরা একটু একটু করে ঐ মৃত্যুর দিকেই যাচ্ছি। So relax, go slow, enjoy as much as you can