এইচটিএমএল কেন তাই তো?
ওয়েব সাইট তৈরি করতে এইচটিএমএল ব্যবহার করা হয়।এইচটিএমএল জানা থাকলে নিজের ওয়েব সাইট, পরিচিত কারো জন্য সহজেই একটা ওয়েব সাইট তৈরি করা যায়। যদিও এইচটিএমএল এর সাথে আরো কিছু যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি জানতে হয় আধুনিক ওয়েব সাইট তৈরি করতে। তবে সে গুলো শেখার আগে দরকার এইচটিএমএল এর জ্ঞান। তাই কেউ যদি ওয়েব ডেভেলপার / ওয়েব প্রোগ্রামার হিসবে নিজের ক্যারিয়ার গঠন করতে চায়, বা সখের বসে ওয়েব ডেভেলপমেন্ট জানতে চায়, তার জন্য প্রথম জানা দরকার এইচটিএমএল এর জ্ঞান।
এইচটিএমএল নিয়ে আমি অনেক গুলো লেখা লিখেছি, এখানে সব গুলোর লিস্ট দিয়ে দিলাম। এখান থেকে শুরু করা যেতে পারে। এগুলো দেখার পাশা পাশি ইন্টারনেটে থাকা অন্যান্য টিউটোরিয়াল গুলো পড়া যেতে পারে। ইউটিউবে অনেক গুলো ভিডিও পাওয়া যায়। সে গুলো দেখা যেতে পারে।
- HTML শিখুন HTML5 সহ [পর্ব-1] Intro to HTML
- HTML শিখুন HTML5 সহ [পর্ব-2] My First web Page
- HTML শিখুন HTML5 সহ (পার্ট-3) HTML Element
- HTML শিখুন HTML5 সহ (পার্ট-4) HTML Attribute
- HTML শিখুন HTML5 সহ (পর্ব-5) – Headings ও Paragraphs
- HTML শিখুন HTML5 সহ (পর্ব-6) – লিঙ্ক এবং টেবিল
- HTML শিখুন HTML5 সহ [পর্ব-7] – লিস্ট
- HTML শিখুন HTML5 সহ [পর্ব-8]- কালার
- HTML শিখুন HTML5 সহ [পর্ব-9]- Style/ সিএসএস
- HTML শিখুন HTML5 সহ [পর্ব-10] Intro to HTML5
- HTML শিখুন HTML5 সহ [পর্ব-11] নতুন Element
- এইচটিএমএল টিউটোরিয়াল – div & span ট্যাগ
ভাল লাগল ভাইয়া।