আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কেনো লেখালেখি করি, আমি বলব আমার ভালো লাগে। এতে কিছু মানুষের উপকার হয়। আমার ভালোলাগা বেড়ে যায়। এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। আবার লেখালেখি করার কারণে দুই একজনের সাথে পরিচয় হয়েছে। যদি লোকাল চাকরি করতাম বা বিজনেস করতাম, এই নেটওয়ার্কিংটা কাজে লাগত। দুই ক্ষেত্রেই কিন্তু আমার জন্য উইন উইন সিস্যুয়েশন। পাঠকের উপকার হয়েছে তার নিজের চেষ্টায়। আমার লেখা না পড়লে অন্য কারো লেখা পড়ত। সে চেষ্টা করত, সফল হতো। কিন্তু এরপরও অনেকে ক্রেডিট দেয়। আমি আবার যাদের রিসোর্স ব্যবহার করি, তাদের ক্রেডিট দেই। এভাবেই চলে আসছে।
ক্রেডিট পাওয়াটা অধিকার নয়। সবাই সবার দ্বায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকে কাউকে আমরা এই ক্রেডিট দিয়ে মাথায় তুলি। এরপর সে ক্রেডিট পাওয়া অধিকার মনে করে। প্রশ্ন করে বসে ‘আপনি কি করছেন?’
কেউ ফ্রি কিছু করে না। কেউই না। যে একেবারে ফ্রি, যে জনসেবা করে, সেও আখেরাত অথবা আত্মতৃপ্তির জন্য করে। সন্তান পালনও ফ্রি ফ্রি করি না। যতটানা বৃদ্ধ বয়সের চিন্তা করে করি, তার থেকে বেশি করি বর্তমানের আত্মতৃপ্তির জন্য। অথচ এটাই নাকি সবচেয়ে নিঃস্বার্থ জব। আমি ভুল জেনে থাকলে যারা বাবা/মা হয়েছেন, তারা শুধরিয়ে দিবেন। প্রাণীদের মধ্যেও দেখবেন এই মাতৃত্ববোধ বা পিতৃত্ববোধ প্রবল। ওরা তো ফিউচারের চিন্তা করে না। এরপরও সন্তান পালন করে। আল্লাহ তায়ালা এভাবেই সৃষ্টি করেছেন। আমরাও প্রাণী, বোধসম্পন্ন।
আমরা যত বড় বড় মানুষ দেখি, সবাই নিজ নিজ কাজকে ভালবাসত। ভালবাসত বলেই তারা নিজ নিজ যায়গায় সফল। স্টিভ জবসের একটা উক্তি আমার খুব ভালো লাগেঃ The only way to do great work is to love what you do. বক্তব্যের এই পুরা অংশটা এমনঃ
“You’ve got to find what you love. And that is as true for your work as it is for your lovers. Your work is going to fill a large part of your life, and the only way to be truly satisfied is to do what you believe is great work. And the only way to do great work is to love what you do. If you haven’t found it yet, keep looking. Don’t settle. As with all matters of the heart, you’ll know when you find it. And, like any great relationship, it just gets better and better as the years roll on. So keep looking until you find it. Don’t settle…”
আগেকার গ্রেট মানুষের দিকে তাকানোর দরকার নেই। আমাদের বর্তমানে বেঁচে থাকা যত গ্রেট মানুষ দেখি, সবার এই অংশটা কমন। সবাই নিজ কাজকে ভালবাসে। এই ভালোবাসা থেকেই কাজ করে যায়। এরপর মানুষের উপকার হয়। ঐটা কিন্তু বাই-প্রোডাক্ট।
সাকিব আল হাসানের দিকে তাকাই। সে খেলাকে ভালোবাসে বা বাসত বলেই সেরা প্লেয়ার হতে পেরেছে। সেরা প্লেয়ার হয়েছে নিজের জন্যই। খেলে নিজের জন্যই। খেলার বিনিময় টাকা পায়। ভালো খেললে বেশি টাকা পায়। সিম্পল। যে কোন বিনোদন কর্মীও একই রকম। এরা এদের কাজকে ভালোবাসে। অথবা টাকার জন্য ঐ নির্দিষ্ট কাজ করে যায়। এরপর আমাদের ভালো লাগে। আমরা মাথায় তুলি। তাদের কোন কাজকে তখন আর প্রশ্ন করা যায় না। অন্যায় করলেও আমাদের মেনে নিতে হবে, এমন টেন্ডেন্সি তৈরি হয়। সবারই কম বেশি ফলোয়ার তৈরি হয়। ঐ ফলাররা আবার নিজ নিজ পছন্দের তারকার ভুল গুলোকে জাস্টিফাই করার জন্য উঠে পড়ে লাগে। আমি বলছি না যে শুধু বিনোদন কর্মীদের ফলোয়াররাই এমন করে। সব ধরণের ফিল্ডে একই চিত্র। এমনকি ইসলামি কোন পপুলার ব্যাক্তির ক্ষেত্রেও একই জিনিস খাটে। কোন কোম্পানির ফাউন্ডার বা ম্যানেজিং ডিরেক্টরের ক্ষেত্রেও একই জিনিস খাটে। রাজনৈতিক নেতারা তো অন্য লেভেলের। ফেরেস্থা। আমার নেতা ভালো, কোন ভুল করতে পারে না।
তো কেউ যদি বলে আমি মানুষের জন্য অনেক কিছু করে ফেলেছি, আসলে ভুল বলে। আমরা স্বার্থপর। যা করি, নিজের জন্যই করি। আমাদের আসলে ক্ষমতা খুবি নগণ্য। খুব বেশি কিছু করার মত ক্ষমতা আল্লাহ তায়লা আমাদের দেন নাই। শুধু নিজ নিজ দ্বায়িত্ব পালন করতে বলেছেন, তাই ঠিক মত করতে বলেছেন। যদি সবাই নিজের দ্বায়িত্ব খুঁজে বের করি, নিজের দ্বায়িত পালন করে যাই, তাই অনেক বড় হয়ে দেখা দিবে।
আল্লাহ তায়ালাই মানুষকে বড় করে। বড় হলে দ্বায়িত্ব বাড়ে। পাওয়ার কামস উইথ রেসপনসেবলিটি। বড় হতে হতে এটা আমরা ভুলে যাই। হাম্বল হওয়ার পরিবর্রে উগ্র হই। যারা উগ্র হই, তাদের পতনও হয় খুব বিশ্রি ভাবে। যে মানুষের সন্মানের কারণে আমরা বড় হই, তাদের ঐ সন্মানকে যদি গ্র্যানটেড হিসেবে ধরে নেই, পতন নিশ্চিত।
একজনের সব কিছু আরেকজন পছন্দ করবে না। এটাই স্বাভাবিক। আমরা নবী রাসুল না যে ভুল থাকবে না। মাস পিপল যদি আমাকে পছন্দ না করে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে সমস্যা আছে। আমার সমস্যা আইডেন্টিফাই করা উচিৎ। তার পরিবর্তে যদি খোঁচাখুঁচি করি বা প্রতিহত করি, তাহলে ইফেক্ট ভালো হয় না। মাস পিপল হচ্ছে ভীমরুলের চাকের মত। একটা দুইটাকে বিরক্ত করেন, সমস্যা নাই। কিন্তু একাধিক ভীমরুলকে বিরক্ত করে দেখেন, সব গুলোই পেছনে লাগবে।