Schaum’s Outlines সিরিজের সকল বই দূর থেকে দেখতে একই রকম। আমার এক ভাইয়ের হাতে Schaum’s Outlines এর ম্যানেজম্যান্ট এর একটা বই। দূর থেকে দেখে মনে হলো Schaum’s Outlines of Programming with C বইটি। যা দিয়েই আমি আমার প্রোগ্রামিং শুরু করছি। মনে পড়ে গেছে ২০১০ এর প্রথম দিকের সময় গুলো।
Schaum’s Outlines of Programming with C টিতে এত সুন্দর করে সব লেখা ছিল আমি নিজে নিজেই বুঝতে পারছি সব কিছু। স্যারের ও সাহায্যের প্রয়োজন ছিল না। অনেক কৃতজ্ঞ বইটির লেখকঃ Byron Gottfried এর নিকট… বইটির কভারঃ
আমি জানি না কার কাছে বইটি কেমন লাগে বা কত সহজ লাগে। আমাদের শিক্ষক সাহরিয়ার মঞ্জুর যদি এটাকে আমাদের না রেফার করত তা না হলে আমি হয়তো জানতে পারতাম না বইটি সম্পর্কে।। স্যারকে ও ধন্যবাদ। Schaum’s Outline এর অন্যান্য বইও ভালো লাগে। Schaum’s Outline এর discrete mathematics বইটা ও দারুন লাগে।। সব কিছু অনেক সহজেই লেখা রয়ছে। যদি ও Kenneth H. Rosen এর Discrete Mathematics তে সব কিছু বিস্তারিত ভাবে রয়েছে এবং সবার পছন্দের বই। বইটি একটু গুগলে সার্চ করলেই পেয়ে যাওয়ার কথা।
আমাকে বইটি দিয়েছিলেন……..
🙂
ভাই এর bangla version নেই।
আমি ইংলিশ এ খুব কাঁচা!! তার পরেও নামিয়ে পড়ে দেখিত 😀
জাকির ভাই c programming বই এর pdf download করা জাআই না।