WAMP সার্ভার এবং Skype একসাথে চালানো নিয়ে সমস্যা এবং সমাধান।

উইন্ডোজের জন্য WAMP একটি চমৎকার ওয়েব ডেভেলপমেন্ট প্লাটফরম। কিন্তু স্কাইপি অন থাকলে ওয়াম্প সার্ভার কাজ করে না। ইরর দেখায়। তাই ওয়াম্প এবং স্কাইপ এক সাথে চালানো যায় না।

কিন্তু এ সমস্যা সহজেই ফিক্স করা যায়।

স্কাইপিতে পোর্ট ৮০ রিসার্ভ করে রাখে ইনকামিং কানেকশনের জন্য। আর তা কফ্লিক্ট করে ওয়াম্পের সাথে। আর স্কাইপিকে অন্য আরেকটি পোর্ট ব্যবহার করার জন্য কনফিগার করলেই সমসয়াটা মিটে যায়।

তার জন্য Skype > Tools > Options > Advance >  Connection এ গিয়ে Use port 80 and 443 as alternatives for incomming connection আনচেক করে সেভ করলে ওয়াম্প এবং Skype দুটি এক সাথে কাজ করবে।

 

 

3 thoughts on “WAMP সার্ভার এবং Skype একসাথে চালানো নিয়ে সমস্যা এবং সমাধান।”

Leave a Reply