GRE এর প্রিপারেশন হিসেবে অনেক গুলো ভোকাবুলারি বা ইংরেজী ওয়ার্ড শিখতে হয়। ওয়ার্ড শিখা বোরিং! অনেক গুলো বই ট্রাই করেছি। একটাও কাজে লাগে নি। পড়া হয় নি ঠিক মত। যে বিষয় গুলো আমার কাজে এসেছে, সেগুলো নিয়েই লিখছি।
শব্দ গুলো শেখা যতটুকু না GRE এর জন্য কাজে লেগেছে, তার থেকে বেশি কাজে লেগেছে মুভি দেখতে, সিরিয়াল দেখতে আর বই পড়তে। ইংরেজি শব্দের অর্থ শিখে রাখলে কোন না কোন ভাবে কাজে লাগবেই।
ইংরেজী ওয়ার্ডের বিশাল বই দেখলে একদিন পড়া হয়, দুই দিন হয়। তৃতীয় দিন থেকে আর হয় না। প্রথম পাতাতেই আটকে থাকি। পরবর্তিতে একটা সুন্দর আইডিয়া পেলাম। ইন্টারনেটে বা ফেসবুকের কোন গ্রুফে। কোথায় পেয়েছি, সঠিক ভাবে মনে করতে পারছি না। Barons এর ওয়ার্ড লিস্ট রয়েছে। একটা হচ্ছে Barrons GRE 333. এ ৩৩৩ টা ওয়ার্ড শিখতে বেশি দিন লাগবে না। অল্প কয়েক দিন। কিন্তু বিশাল একটা বই থেকে শেখার থেকে এ ৩৩৩ টা ঠিক মত শিখলে অনেক গুলো ওয়ার্ড শেখা হয়ে যাবে। যেমন এগুলোর পাশা পাশি এ শব্দ গুলোর মিনিং গুলোও ইংরেজীতে থাকায় যে গুলো জানা নেই, সেগুলো শেখা হয়ে যাবে। ওয়ার্ড গুলো এখান থেকে শিখা শুরু করা যাবে
এগুলো শেখা হয়ে গেলে এরপর রয়েছে Barron’s 800। ৩৩৩ টা শেখা পর ৮০০টা শুরু করলে অনেক গুলোই কমন পড়বে। তখন শিখতেও ভালো লাগবে। ৮০০ টা ওয়ার্ড তখন আর শিখতে সময় বা বিরক্তি, কিছুই লাগবে না। নিচের লিঙ্ক থেকেও ওয়ার্ড গুলো শিখে নেওয়া যাবেঃ
এগুলো শিখলে অনেক গুলো ওয়ার্ড আয়ত্তে চলে আসবে। উপরের পদ্ধতিতে পড়তে বিরক্ত লাগলে একটা বই সাজেস্ট করব। দারুণ একটা বই। Word Smart. এটা থেকে ওয়ার্ড গুলো শেখা খুবি সহজ এবং একটুও বোরিং লাগবে না। বইটি অন্য যে কোন ওয়ার্ড বই থেকে অনেক আলাদা। ভালো লাগবে।
Word Smart বইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটার দুইটা পার্ট আছে। Word Smart I এবং Word Smart II . নীলক্ষেত খুজলে পাওয়া যাবে। এ দুইটা বই ঠিক মত পড়লেই যথেষ্ট হবে।
এ ছাড়া VocaBuilder নামে একটা বই অনেকে সাজেস্ট করেছিল। বইটা অনেক গোছানো। ওয়ার্ড গুলো গ্রুপ অনুযায়ী সাজানো। তারপর ও বই থেকে ওয়ার্ড পড়া হয়ে উঠে নি।