TOEFL / টোফেল পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রিসোর্স

TOEFL হচ্ছে ইংরেজীতে কমিউনিকেশন করার দক্ষতা নির্ণয়ের পরীক্ষা। অ্যামেরিকা, কানাডা এসব দেশে পড়তে যেতে হলে এ পরীক্ষাটা দিতে হয়, ইউনিভার্সিটি গুলোর রিকোয়ারমেন্ট। যে রিসোর্স গুলো ব্যবহার করে আমি প্রিফারেশন নিয়েছি, সেগুলো নিয়েই লেখাটি।

 

প্রিফারেশন নেওয়ার শুরুতেই যেটা দরকার, তা হচ্ছে TOEFL পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। কারণ অনেক আগে থেকেই পরীক্ষার সিট গুলো বুক হয়ে যায়। তাই হাতে সময় নিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। রেজিস্ট্রেশন করতে লাগে ১৭০ ডলার।  রেজিস্ট্রেশন এবং টোফেল সম্পর্কে বিস্তারিত জানা যাবে নিচের লিঙ্কেঃ

http://ets.org/toefl

 

টোফেল এক্সাম সম্পর্কে সবচেয়ে ভালো ভাবে জানতে এবং প্রিফারেশন নিতে পড়তে হবে টোফেল অফিশাল গাইড। The Official Guide to the TOEFL® Test । অফিশিয়াল গাইডের সাথে রয়েছে একটা সফটওয়ার। যেখানে তিনটি ফুল পরীক্ষা দেওয়া যাবে। নিজে নিজেই পরীক্ষা করে দেখে নেওয়া যাবে নিজের প্রগ্রেস।  এখান  থেকে বইটি এবং সফটওয়ারটি ডাউনলোড করে নেওয়া যাবে।

 

টোফেল এক্সামের ১৭টি পূর্ণাঙ্গ টেস্ট রয়েছে যা TOEFL TPO Software নামে পরিচিত। এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।

 

আর একটা গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে https://www.notefull.com/ এখানে টোফেলের ভিবিন্ন সেকশন এর উপর কিছু ফ্রি ভিডিও রয়েছে। যেগুলো অনেক ইফেক্টিভ। এগুলো দেখা যেতে পারে।

ইউটিউভে অনেক ফ্রি রিসোর্স রয়েছে। EnglishSimpleTV এর  ভিডিও গুলো দারুণ। ফেসবুকে HigherStudyAbroad™ TOEFL-IELTS Subdivision গ্রুপটাতে দরকারী অনেক গুলো রিসোর্স রয়েছে। কোন কিছু বুঝতে অসুবিধে হলে এ গ্রুপে পোস্ট করলে সাথে সাথেই অনেক গুলো সমাধান পাওয়া যাবে। এই তো।  এগুলো প্র্যাকটিস করলে টোফেলে ভালো একটা স্কোর পাওয়া যাবে। শুভ কামনা আপনার জন্য  🙂

1 thought on “TOEFL / টোফেল পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রিসোর্স”

  1. ভাইয়া আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো ভাষা খুঁজে পাচ্ছি না। ট্যুর সম্পর্কিত ব্লগ পড়তে যেয়ে IELTS ব্লগ পেলাম একদমে পড়েই TEOFL নিয়ে একটা ব্লগ লিখতে বলবো সাথে সাথেই ওটাও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। ঐটাও একদমে শেষ Thanks a lot ভাইয়া ♥

    Reply

Leave a Reply